• হোম > জাতীয় | শিক্ষাঙ্গন > দুই সপ্তাহের জন্য শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা

দুই সপ্তাহের জন্য শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা

  • শুক্রবার, ২১ জানুয়ারী ২০২২, ১২:৩৫
  • ৫৩৫

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক

প্রাণঘাতী করোনাভাইরাসের সংক্রমণ বাড়তে থাকায় আবারও দুই সপ্তাহের জন্য বন্ধ ঘোষণা করা হল শিক্ষাপ্রতিষ্ঠান। আগামীকাল শনিবার থেকে আগামী দুই সপ্তাহ দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে।

শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে স্বাস্থ্য অধিদফতরের কনফারেন্স রুমে এক সংবাদ সম্মেলনে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক এই ঘোষণা দেন।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. এবিএম খুরশিদ আলমসহ স্বাস্থ্য অধিদফতরের অনান্য কর্মকর্তারা।
করোনা পরিস্থিতি আশঙ্কাজনক জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, সামাজিক ও ধর্মীয় অনুষ্ঠানে ১০০ জনের বেশি লোকজন অংশ নিতে পারবে না।

মেলা ও পর্যটন কেন্দ্রে গেলে টিকাসনদ দেখাতে হবে বলেও জানান মন্ত্রী।

সুত্রঃ বিডি প্রতিদিন


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/116909 ,   Print Date & Time: Monday, 3 November 2025, 07:47:09 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 SAASCO Group