• হোম > খেলা | ফুটবল > আবারো ইনজুরিতে আনসু ফাতি

আবারো ইনজুরিতে আনসু ফাতি

  • শনিবার, ২২ জানুয়ারী ২০২২, ১৬:১৮
  • ৪৮৩

 আবারো ইনজুরিতে আনসু ফাতি

কোপা ডেল রে’র শেষ ১৬’র ম্যাচে বৃহস্পতিবার অ্যাথলেটিক বিলবাওয়ের বিপক্ষে আবারো ইনজুরিতে পড়েছেন বার্সেলোনার তরুণ তুর্কি আনসু ফাতি। ম্যাচটিতে অতিরিক্ত সময়ে ৩-২ গোলে পরাজিত হয়ে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে বার্সেলোনা।

এর আগে এই থাইয়ের ইনজুরির কারণে প্রায় দুই মাস মাঠের বাইরে ছিলেন ফাতি। বিলবাওয়ের বিপক্ষে বদলী হিসেবে তিনি দ্বিতীয়ার্ধে খেলতে নামেন। কিন্তু সান মামেসের ম্যাচটিতে অতিরিক্ত সময় শুরু হওয়ার দুই মিনিটের মধ্যে থাইয়ের ইনজুরির কারণে তাকে মাঠ থেকে উঠিয়ে নিতে বাধ্য হন বার্সা কোচ জাভি। গত বছর নভেম্বরে একই ইনজুরিতে পড়েছিলেন ১৯ বছর বয়সী এই টিন এজার স্প্যানিশ ফরোয়ার্ড।

বার্সেলোনার পক্ষ থেকে জানানো হয়েছে, ইনজুরির মাত্রা নির্নয়ে বেশ কিছু পরীক্ষা করা হয়েছে। তবে স্প্যানিশ গণমাধ্যম দাবি করছে আগামী চার থেকে ছয় সপ্তাহ ফাতিকে মাঠের বাইরে থাকতে হবে।

আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসি পিএসজিতে পাড়ি জমানোর পর বার্সেলোনার ১০ নম্বর জার্সির গর্বিত মালিক হন ফাতি। বার্সেলোনার ইয়ুথ অ্যাকাডেসি থেকে মূল দলে আসার পর থেকেই একের পর এক রেকর্ড গড়ে নিজেকে অনন্য এক উচ্চতায় নিয়ে গেছেন ফাতি। ২০২০ সালের নভেম্বর থেকে চারবার বাম হাঁটুতে অস্ত্রোপচারের কারণে ফাতির ক্যারিয়ার বেশ ক্ষতিগ্রস্থ হয়েছে। এবারের মৌসুমে এ পর্যন্ত মাত্র ১০টি ম্যাচ খেলেছেন। লা লিগার ইতিহাসে দ্বিতীয় কনিষ্ঠ খেলোয়াড় হিসেবে মাত্র ১৬ বছর বয়সে বার্সেলোনার জার্সি গায়ে ফাতির অভিষেক হয়। এরপর সবচেয়ে কনিষ্ঠ খেলোয়াড় হিসেবে চ্যাম্পিয়ন্স লিগে ও স্পেন জাতীয় দলের হয়ে গোলের কৃতিত্ব অর্জন করেন।

সূত্র: নয়াদিগন্ত


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/116923 ,   Print Date & Time: Friday, 5 September 2025, 08:38:08 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 SAASCO Group