• হোম > আন্তর্জাতিক > মুম্বাইয়ে বহুতল ভবনে আগুন, নিহত ছয়

মুম্বাইয়ে বহুতল ভবনে আগুন, নিহত ছয়

  • শনিবার, ২২ জানুয়ারী ২০২২, ১৭:২৫
  • ৪৩১

 মুম্বাইয়ে বহুতল ভবনে আগুন, নিহত ছয়

মুম্বাইয়ের বহুতল ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে অন্তত ৭ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। আহতের সংখ্যা ১৫ জনেও বেশি।

শনিবার (২২ জানুয়ারি) সকালে ভারতের বাণিজ্য নগরী মুম্বাইয়ের টারদেও এলাকার গোয়ালিয়া ট্যাঙ্কের গাঁধী হাসপাতালের বিপরীতে একটি ২০তলা আবাসিক ভবনে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। সূত্র: আনন্দবাজার।

স্থানীয় সূত্রের খবর, কমলা বিল্ডিং নামে ওই ২০তলা আবাসনের ১৮ তলায় সকাল ৭টার দিকে প্রথম আগুন লাগে।

মুম্বাইয়ের বাসিন্দা পেড়নেকর বলেছেন, ‘দমকল বিভাগ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এখনও পুরো এলাকা ধোঁয়ায় ঢাকা রয়েছে।’

তিনি জানান, ধোঁয়ায় অসুস্থ হয়ে পড়েছেন ছয় জন বয়স্ক ব্যক্তি। তাঁদের জন্য অক্সিজেনের ব্যবস্থা করা হয়েছে।

দমকলের এক কর্মী জানিয়েছেন, ১৩টি ফায়ার ইঞ্জিন ও সাতটি ওয়াটার জেটি প্রায় দুঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। একে ‘লেভেল-৩’ পর্যায়ের অগ্নিকাণ্ড বলে জানিয়েছেন তিনি।

পুলিশ জানিয়েছে, আহত এবং অসুস্থদের মধ্যে ১২ জনকে স্থানীয় ভাটিয়া হাসপাতালে ভর্তি করানো হয়েছে। তাঁদের মধ্যে তিন জন রয়েছেন আইসিইউতে।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/116943 ,   Print Date & Time: Sunday, 3 August 2025, 08:58:14 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 SAASCO Group