• হোম > বাংলাদেশ > বাড়ি থেকে তুলে নিয়ে স্কুলছাত্রীকে ধর্ষণ, গ্রেপ্তার ২

বাড়ি থেকে তুলে নিয়ে স্কুলছাত্রীকে ধর্ষণ, গ্রেপ্তার ২

  • বুধবার, ২৬ জানুয়ারী ২০২২, ১০:৪৭
  • ৪৯৫

 বাড়ি থেকে তুলে নিয়ে স্কুলছাত্রীকে ধর্ষণ, গ্রেপ্তার ২

লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় সপ্তম শ্রেণির এক ছাত্রীকে (১৪) ধর্ষণের অভিযোগে দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ মঙ্গলবার দুপুরে ভুক্তভোগী ছাত্রীর মা বাদী হয়ে কালীগঞ্জ থানায় দুইজনকে আসামিকে করে একটি মামলা দায়ের করেন।

গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন- কালীগঞ্জ উপজেলার চন্দ্রপুর ইউনিয়নের হররাম গ্রামের রিপন মিয়া (২৮) এবং একই এলাকার আহম্মদ মনির উদ্দিন (১৮)।

এজাহার সুত্রে জানা গেছে, গত রোববার রাত সাড়ে ৮টার দিকে রিপন মিয়া ও মনির উদ্দিন সপ্তম শ্রেণির এক শিক্ষার্থীকে কৌশলে তার নিজ বাড়ি থেকে তুলে নিয়ে ওই এলাকার পরিত্যক্ত একটি বাসায় নিয়ে যান। সেখানে ওই ছাত্রীকে তারা রাতভর আটকে রেখে ধর্ষণ করেন। এতে ওই ছাত্রী অসুস্থ হয়ে পড়লে পরদিন সোমবার সকালে পাশের সতি নদীর ধারে তাকে ফেলে পালিয়ে যান তারা। এ সময় স্থানীয়রা বিষয়টি দেখতে পেয়ে অসুস্থ ছাত্রীকে উদ্ধার করে প্রথমে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে উন্নত চিকিৎসার জন্য লালমনিরহাট সদর হাসপাতালে ভর্তি করে।

এ বিষয়ে কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম রসুল বলেন, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে তাৎক্ষণিকভাবে অভিযান চালিয়ে অভিযুক্তদের আটক করা হয়। পরে এ ঘটনায় মামলা হলে তাদেরকে গ্রেপ্তার দেখানো হয়।

সূত্র: আমাদের সময়.কম


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/116995 ,   Print Date & Time: Saturday, 30 August 2025, 10:35:07 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 SAASCO Group