• হোম > চট্টগ্রাম | বাংলাদেশ > করোনাভাইরাস: চট্টগ্রামে একদিনে শনাক্ত ১১২১, মৃত্যু ২ জনের

করোনাভাইরাস: চট্টগ্রামে একদিনে শনাক্ত ১১২১, মৃত্যু ২ জনের

  • বৃহস্পতিবার, ২৭ জানুয়ারী ২০২২, ১০:০০
  • ৪৩৪

 ফাইল ছবি

চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় এক হাজার ১২১ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এসময় ভাইরাসটিতে আক্রান্ত হয়ে দুইজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে নগরীতে এখন পর্যন্ত শনাক্ত বেড়ে দাঁড়ালো এক লাখ ১৬ হাজার ৩৬ জনে এবং মৃতের সংখ্যা দাঁড়ালো এক হাজার ৩৫০ জনে।

গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামের বিভিন্ন ল্যাবে তিন হাজার ১৪২ জনের নমুনা পরীক্ষায় এক হাজার ১২১ জনের দেহে করোনার জীবাণু শনাক্ত হয়। এতে করে পরীক্ষার তুলনায় সংক্রমণের হার হয় প্রায় ৩৫ দশমিক ৬৭ শতাংশ। আবার শনাক্তদের মধ্যে ৭৯৭ জন নগরের এবং ৩২৪ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা। আজ বৃহস্পতিবার সকালে চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে এসব তথ্য জানা গেছে।

সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াছ চৌধুরী জানান, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবে ৪৬ জন, ফৌজদারহাট বিআইটিআইডি ল্যাবে ২৭৮ জন, চট্টগ্রাম মেডিকেল কলেজ ল্যাবে ৯১ জন, চট্টগ্রাম ভেটেরিনারি ইউনিভার্সিটি ল্যাবে ৮৯ জন, অ্যান্টিজেন টেস্টে ১২৫ জন, ইমপেরিয়াল হাসপাতাল ল্যাবে ১১৭ জন, চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল ল্যাবে ৭৫ জন, জেনারেল হাসপাতাল আরটিআরএল ল্যাবে ২৮ জন, মেডিকেল সেন্টার হাসপাতাল ল্যাবে ৩২ জন, ইপিক হেলথকেয়ার ল্যাবে ১৪০ জন, মেট্রোপলিটন হাসপাতাল ল্যাবে ৭৯ জন এবং এশিয়ান স্পেশালাইজড হাসপাতাল ল্যাবে ২১ জনের রিপোর্ট পজিটিভ আসে।

সূত্রঃ বিডি-প্রতিদিন


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/117032 ,   Print Date & Time: Tuesday, 16 September 2025, 07:44:48 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 SAASCO Group