• হোম > শিক্ষাঙ্গন > শাবিপ্রবি উপাচার্যের বাসভবনের গেট খুলে দিলেন শিক্ষার্থীরা

শাবিপ্রবি উপাচার্যের বাসভবনের গেট খুলে দিলেন শিক্ষার্থীরা

  • বৃহস্পতিবার, ২৭ জানুয়ারী ২০২২, ১০:২১
  • ৫৮৫

 সংগৃহীত ছবি

উপাচার্যের বাসভবনের মূল ফটক উন্মুক্ত করে দিয়েছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) আন্দোলনরত শিক্ষার্থীরা। ঘোষণা অনুযায়ী বুধবার রাত সাড়ে ১১টায় এই ফটক উন্মুক্ত করে দেন তারা।

এ ছাড়া সাতদিনের অনশন ভাঙার পর এবার অবরোধ কর্মসূচি প্রত্যাহার করার সিদ্ধান্ত নিয়েছেন আন্দোলনরতরা। তবে উপাচার্য পদত্যাগ না করা পর্যন্ত অহিংস আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন তারা।

আন্দোলনরত শিক্ষার্থীরা বুধবার রাতে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন। আজ বৃহস্পতিবার থেকে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন ও প্রশাসনিক ভবনের তালা খুলে দেওয়া হবে বলে ঘোষণা দিয়েছেন তারা।
সংবাদ সম্মেলনে বক্তব্য দেন শিক্ষার্থী রোমিও নিকোলাস রোজারিও ও মোহাইমিনুল বাশার রাজ।

তারা বলেন, আন্দোলনের অংশ হিসেবে ২৫ জনেরও বেশি শিক্ষার্থী টানা ১৬৩ ঘণ্টা ১৭ মিনিট অনশনরত থাকার পর অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবাল এবং অধ্যাপক ড. ইয়াসমিন হকের অনুরোধে অনশন থেকে সরে আসেন তারা। তবে আপাতত অনশন থেকে সরে আসা হলেও উপাচার্যের পদত্যাগের আগ পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে। আন্দোলনের অংশ হিসেবে নাটক, গান, কবিতা আবৃত্তি, র‌্যালিসহ বেশকিছু কর্মসূচি হাতে নেবেন শিক্ষার্থীরা।

সূত্রঃ বিডি প্রতিদিন


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/117046 ,   Print Date & Time: Monday, 3 November 2025, 01:51:56 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 SAASCO Group