• হোম > আন্তর্জাতিক > ইউক্রেনে রাশিয়ার হামলা বিশ্বকে বদলে দেবে, হুঁশিয়ারি বাইডেনের

ইউক্রেনে রাশিয়ার হামলা বিশ্বকে বদলে দেবে, হুঁশিয়ারি বাইডেনের

  • বৃহস্পতিবার, ২৭ জানুয়ারী ২০২২, ১৫:০৭
  • ৩৮৭

জো বাইডেন।

ইউক্রেনে হামলা চালালে ফল ভাল হবে না। মস্কো ইউক্রেনে আক্রমণ করলে প্রেসিডেন্ট পুতিনের বিরুদ্ধেও নিষেধাজ্ঞা বলবৎ করা হবে বলে হুমকি দিয়েছে আমেরিকা। আর যুদ্ধ হলে দুনিয়া বদলে যাবে বলে হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।

বিগত কয়েকদিন ধরেই ইউক্রেন ও বেলারুশ সীমান্তে সেনার সংখ্যা বাড়িয়ে চলেছে রাশিয়া। ন্যাটো সামরিক জোটে কিয়েভকে যেন কোনওভাবেই জায়গা দেওয়া না হয় সেই দাবি জানিয়েছে মস্কো। পাশাপাশি, পূর্ব ইউরোপার একাধিক ঘাঁটি থেকে সেনা সরাতে হবে আমেরিকা ও ন্যাটো জোটকে বলে দাবি করেছে তারা।

বিশ্লেষকদের মতে, পূর্ব ইউরোপে ন্যাটোর সম্প্রসারণে উদ্বিগ্ন মস্কো। এবার আমেরিকার নেতৃত্বে ওই সামরিক জোটে ইউক্রেন যোগ দিলে রাশিয়ার সীমান্তের কাছে এসে পড়বে বিরোধী শিবির। তাই প্রতিরক্ষার কৌশলগত কারণেই ইউক্রেন দখল করে পূর্ব ইউরোপ ও নিজেদের মধ্যে রকটি বাফার জোন তৈরি করতে চাইছেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
এদিকে, ওয়াশিংটনে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন হুমকির সুরে স্পষ্ট বলেছেন ইউক্রেনে যদি রাশিয়া হামলা চালায় তাহলে বিশ্ব বদলে যাবে। মস্কোর উপর আর্থিক নিষেধাজ্ঞা জারি করার ইঙ্গিতও দেন তিনি।

২০১৪ সালে ক্রিমিয়া দখল করে রাশিয়া। এরপর মস্কোর উপর একগুচ্ছ নিষেধাজ্ঞা জারি করে ওয়াশিংটন। এবার এক শীর্ষ মার্কিন কর্মকর্তা জানিয়েছেন, রুশ বাহিনীর হামলায় কিয়েভ বিপন্ন হলে খোদ রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের উপর নিষেধাজ্ঞা জারি করা হতে পারে।

উল্লেখ্য, কয়েকদিন আগেই রুশ হামলা প্রতিরোধে পরবর্তী পদক্ষেপ নিয়ে আলোচনা করতে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেন্সকির সঙ্গে ফোনে আলাপ সারেন আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন। একইসঙ্গে ন্যাটো জোটের অন্তর্ভুক্ত ইউরোপের দেশগুলির রাষ্ট্রনায়কদের সঙ্গেও ফোনে আলাপ করেন তিনি। নিজের বার্তায় বাইডেন স্পষ্ট জানিয়েছেন, বিদেশি আগ্রাসনের পরিস্থিতিতে কিয়েভের পাশে দাঁড়াবে ওয়াশিংটন।

সূত্রঃ বিডি-প্রতিদিন


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/117072 ,   Print Date & Time: Saturday, 2 August 2025, 11:23:43 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 SAASCO Group