• হোম > আন্তর্জাতিক > ইউক্রেনে অস্ত্র তৈরির কারখানায় গুলি, নিহত ৫

ইউক্রেনে অস্ত্র তৈরির কারখানায় গুলি, নিহত ৫

  • বৃহস্পতিবার, ২৭ জানুয়ারী ২০২২, ১৫:২০
  • ৪২৬

 সংগৃহীত ছবি

ইউক্রেনের একটি অস্ত্র তৈরির কারখানায় গুলি চালিয়ে অন্তত ৫ নিরাপত্তা রক্ষীকে হত্যা করে পালিয়েছেন দেশটির এক সেনা সদস্য।

এ ঘটনায় আহত হয়েছেন আরও পাঁচজন। কী কারণে তিনি এ হত্যাকাণ্ড ঘটালেন, তা পরিষ্কার নয়।

কাতারের দোহাভিত্তিক গণমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে।

পুলিশের এক বিবৃতি থেকে জানা যায়, ইউক্রেনের দনিপ্রোর পিভদেনমাস ক্ষেপণাস্ত্র কারখানায় বৃহস্পতিবার ভোরের দিকে ঘটনাটি ঘটে। তৈরিকৃত অস্ত্র রক্ষীদের কাছে অন্যত্র নিয়ে যাওয়ার জন্য দেয়া হলে এ হামলা হয়।

ইউক্রেনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলছে, হামলায় কালাশনিকভ রায়ফেল ব্যবহার করা হয়েছে। হামলার পরই ওই সেনা ঘটনাস্থল ত্যাগ করেন।

পুলিশ হামলাকারী ওই সেনাকে খুঁজতে তল্লাশি অভিযান অব্যহত রেখেছে।

ইউক্রেনের স্বরাষ্ট্রমন্ত্রণালয় জানায়, অস্ত্র স্থানান্তরের শুরুতে ওই সেনার (হামলাকারী) হাতে একটি রায়ফেল সরবরাহ করা হয়।

এমন একটা সময় এ হামলার ঘটনা ঘটলো যখন ইউক্রেন ও রাশিয়ার মধ্যে সীমান্তে উত্তেজনা চরমে পৌঁছেছে। রাশিয়া সীমান্তে এক লাখের বেশি সেনা মোতায়েন করেছে।

যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্যসহ পশ্চিমা দেশগুলো মনে করে ইউক্রেনে হামলা চালাতে পারে রাশিয়া। তবে মস্কো এ দাবি অস্বীকার করেছে।

সূত্রঃ বাংলাদেশ জার্নাল


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/117080 ,   Print Date & Time: Wednesday, 17 September 2025, 12:24:49 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 SAASCO Group