• হোম > বাংলাদেশ | রাজশাহী > নওগাঁয় ৫০কোটি টাকা মূল্যের কষ্টি পাথরের মূর্তিসহ পাচারকারী চক্রের দুই সদস্য আটক

নওগাঁয় ৫০কোটি টাকা মূল্যের কষ্টি পাথরের মূর্তিসহ পাচারকারী চক্রের দুই সদস্য আটক

  • বৃহস্পতিবার, ২৭ জানুয়ারী ২০২২, ১৭:৫৫
  • ৩৯৮

সংগৃহীত ছবি

নাজমুল হক নাহিদ, নওগাঁ প্রতিনিধি:

নওগাঁয় ১০০কেজি ওজনের ১টি কষ্টি পাথরের মূর্তিসহ পাচারকারী চক্রের দুই সদস্যকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা ডিবি পুলিশ ও এনএসআই। মঙ্গলবার দিবাগত মধ্যরাত সদর উপজেলার কোমাইগাড়ি এলাকার অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য আব্দুস সালামের বাড়ির ছাদ থেকে মূর্তিটি উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য ৫০কোটি টাকা। আটককৃতরা হলেন, কোমাইগাড়ি এলাকার অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য আব্দুস সালাম ছেলে মমিনুল ইসলাম মিলন (৩৮) ও মিরাজুল ইসলাম (২৮)। জেলা ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেএম সামসুদ্দিন বুধবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন। ওসি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশ ও এনএনআই এর যৌথ অভিযানে কোমাইগাড়ি এলাকার অবসরপ্রাপ্ত পুলিশ সদস্যের আব্দুস সালামের বাড়িতে অভিযান চালানো হয়। এসময় তার বাড়ির ছাদ থেকে ১০০ কেজি ওজনের ১টি কষ্টি পাথরের মূর্তি উদ্ধার করা হয়। আটক করা হয় পাচারকারী চক্রের ওই দুই সদস্যকে। তাদের বিরুদ্ধে নওগাঁ সদর মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/117116 ,   Print Date & Time: Saturday, 2 August 2025, 10:42:41 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 SAASCO Group