• হোম > ঢাকা | বাংলাদেশ > মেট্রোরেলের শেষ স্ল্যাব বসলো প্রেসক্লাবের সামনে

মেট্রোরেলের শেষ স্ল্যাব বসলো প্রেসক্লাবের সামনে

  • বৃহস্পতিবার, ২৭ জানুয়ারী ২০২২, ১৮:১০
  • ৪২৩

 সংগৃহীত ছবি

শেষ স্ল্যাব বসানোর মধ্যদিয়ে পূর্ণ অবোয়ব পেল উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত নির্মাণাধীন মেট্রোরেল লাইন। বৃহস্পতিবার সকাল ১১টায় সচিবালয় ও জাতীয় প্রেসক্লাবের সামনে কংক্রিটের শেষ স্ল্যাবটি বসানো হয়।আশপাশের বেশির ভাগ স্ল্যাবই আগে বসানো হয়েছিল। এর মাধ্যমে উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত ২০ দশমিক ১০ কিলোমিটার টানা উড়ালপথ নির্মাণে স্ল্যাব বসানো শেষ হলো।

ঢাকায় মেট্রোরেল নির্মাণের দায়িত্বে নিয়োজিত ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) কর্মকর্তারা এসময় উপস্থিত ছিলেন।

সকালেই মেট্রোরেলের শেষ স্লাবের দুই পাশে লাগানো হয় বাংলাদেশের জাতীয় পতাকা। এরপর ক্রেনের মাধ্যমে আস্তে আস্তে ওপরে ওঠানো হয়।
উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত অংশে উড়ালপথের ওপর রেললাইন বসানো হয়। ওই অংশে পরীক্ষামূলকভাবে মেট্রোরেল চলাচল করছে। আগারগাঁও থেকে মতিঝিল অংশে উড়ালপথের স্ল্যাব বসানো শেষ হলো। এবার এই অংশে শুরু হবে রেললাইন বসানো, বিদ্যুৎ-ব্যবস্থাপনাসহ অন্যান্য কাজ।

চলতি বছরের ডিসেম্বরে উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত অংশে মেট্রোরেল যাত্রী নিয়ে চলাচল করবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

সূত্রঃ বিডি প্রতিদিন


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/117118 ,   Print Date & Time: Wednesday, 17 September 2025, 02:22:47 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 SAASCO Group