• হোম > জাতীয় > পত্রিকা খুললেই পরীমণি, খুকুমণি, দীপু মনি : সংসদে সুলতান মনসুর

পত্রিকা খুললেই পরীমণি, খুকুমণি, দীপু মনি : সংসদে সুলতান মনসুর

  • বৃহস্পতিবার, ২৭ জানুয়ারী ২০২২, ২০:৪৬
  • ৫৭৯

সুলতান মোহাম্মদ মনসুর (সংগৃহীত ছবি)

মৌলভীবাজার-২ আসনের সংসদ সদস্য সুলতান মোহাম্মদ মনসুর বলেছেন, পত্রিকা খুললেই পরীমণি, খুকুমণি আর দীপু মনিদের কাহিনী। এসব দেখলে বাংলাদেশের বর্তমান প্রজন্ম, নতুন প্রজন্ম হতাশ হয়। পরীমণি আর খুকুমণিদের লেলিয়ে দেয়া হচ্ছে। কাদের নেতৃত্ব দূষিত হয়? সমাজ দূষিত হয়? এটি একটি ষড়যন্ত্র। অথচ নতুন প্রজন্মের জন্য একটি সমৃদ্ধ বাংলাদেশ উপহার দেয়া জাতীয় কর্তব্য।

বৃহস্পতিবার জাতীয় সংসদের ১৬তম অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণের ওপর আনা ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে এসব কথা বলেন তিনি।

সুলতান মনসুর বলেন, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে উপাচার্যের পদত্যাগের দাবিতে শিক্ষার্থীদের চলমান আন্দোলনে বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক জাফর ইকবাল ও তার স্ত্রী অধ্যাপক ইয়াসমিন হক শিক্ষার্থীদের অনশন ভাঙিয়েছেন? সেখানে রাজনৈতিক নেতৃত্ব ছিলেন না? জাফর ইকবালকে সেখানে পাঠানোর জন্য সংসদ নেত্রী সেই ব্যবস্থা করেছেন নিশ্চয়ই।
সূত্রঃ বিডি প্রতিদিন


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/117126 ,   Print Date & Time: Thursday, 29 January 2026, 11:03:26 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 SAASCO Group