• হোম > আন্তর্জাতিক > করোনার ছোবলে আরও ১০ হাজারের বেশি প্রাণহানি, নতুন শনাক্ত ৩৪ লাখের বেশি

করোনার ছোবলে আরও ১০ হাজারের বেশি প্রাণহানি, নতুন শনাক্ত ৩৪ লাখের বেশি

  • শনিবার, ২৯ জানুয়ারী ২০২২, ১০:০৬
  • ৫৫০

 সংগৃহীত ছবি

বিশ্বজুড়ে দুর্বার গতিতে ছড়িয়ে পড়ছে করোনার অতিসংক্রামক ভ্যারিয়েন্ট ডেলটা ও অমিক্রন। ফলে যেমন বাড়ছে আক্রান্ত, তেমনি বাড়ছে মৃত্যুও। এই ধারাবাহিকতায় গত ২৪ ঘণ্টায়ও (শুক্রবার) করোনার দৈনিক সংক্রমণ ৩৪ লাখ ছাড়িয়ে গেছে। এই সময়ে এই ভাইরাসে মৃত্যু হয়েছে ১০ হাজারের বেশি মানুষের।

শনিবার সকালে আন্তর্জাতিক পরিসংখ্যান ভিত্তিক ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটার্স থেকে এ তথ্য জানা গেছে।

ওয়ার্ল্ডওমিটার্স-এর পরিসংখ্যান অনুযায়ী, বিশ্বে গত ২৪ ঘণ্টায় (শুক্রবার) এই ভাইরাসে মোট আক্রান্ত শনাক্ত হয়েছেন ৩৪ লাখ ১০ হাজার ১০২ জন। এতে মারা গেছেন ১০ হাজার ৩২৯ জন।
গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত ও মৃত্যুর দিক দিয়ে সবার শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র। দেশটিতে নতুন করে করোনা পজিটিভ হিসেবে শনাক্ত হয়েছে ৫ লাখ ২২ হাজার ৩০০ জন এবং এই রোগে মারা গেছে ২ হাজার ৭৩২ জন।

ওয়ার্ল্ডওমিটার্সের তথ্যানুযায়ী, বর্তমানে বিশ্বে সক্রিয় করোনা রোগীর সংখ্যা ৭ কোটি ২২ লাখ ২ হাজার ৬০৪ জন। এই রোগীদের মধ্যে করোনার মৃদু উপসর্গ বহন করছেন ৭ কোটি ২১ লাখ ৭ হাজার ৪৬৭ জন এবং গুরুতর অসুস্থ আছেন ৯৫ হাজার ১৩৭ জন।

এদিন ফ্রান্সে আক্রান্ত হয়েছে ৩ লাখ ৫৩ হাজার ৫০৩ জন। দেশটিতে মৃত্যু হয়েছে ২৬৩ জনের।

ব্রাজিলে আক্রান্ত হয়েছে ২ লাখ ৫৭ হাজার ২৩৯ জন। মারা গেছে ৭৭৯ জন।

এই সময়ে ভারতে আক্রান্ত হয়েছে ২ লাখ ৩২ হাজার ১৪২ জন। দেশটি

সূত্রঃ  বিডি প্রতিদিন


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/117157 ,   Print Date & Time: Saturday, 25 October 2025, 06:49:11 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 SAASCO Group