• হোম > খেলা > জাহানারাকে নিয়ে বিশ্বকাপের দল ঘোষণা

জাহানারাকে নিয়ে বিশ্বকাপের দল ঘোষণা

  • শনিবার, ২৯ জানুয়ারী ২০২২, ১২:০৩
  • ৪৩৬

 জাহানারাকে নিয়ে বিশ্বকাপের দল ঘোষণা

প্রথমবার বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। বাছাইপর্বে দারুণ খেলার পর করোনার নতুন ধরন ওমিক্রনের কারণে বাতিল হয়ে যায় বাছাইপর্ব। এরপর শীর্ষস্থানে থাকায় বিশ্বকাপের টিকিট পেয়েছে বাংলাদেশের নারীরা। আগামী মার্চ-এপ্রিল নিউজিল্যান্ডের মাটিতে হতে যাওয়া বিশ্বকাপ ঘিরে দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

আজ শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে এক প্রেস বিজ্ঞপ্তিতে দল ঘোষণা করে বিসিবি। ঘোষিত ১৬ সদস্যের দলে জায়গা পেয়েছেন জাহানারা আলম। মালয়েশিয়ায় অনুষ্ঠিত হওয়া কমনওয়েলথ গেমসের দলে জায়গা না পেলেও বিশ্বকাপের দলে জায়গা পেয়েছেন এই পেসার।

ওয়ানডে বিশ্বকাপের জন্য বাংলাদেশ নারী দল :

নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক), সালমা খাতুন, রুমানা আহমেদ, ফারজানা হক পিংকি, জাহানারা আলম, শারমিন সুলতানা, ফাহিমা খাতুন, রিতু মনি, মুর্শিদা খাতুন হ্যাপি, নাহিদা আক্তার, শারমিন আক্তার সুপ্তা, লতা মন্ডল, সোবহানা মোস্তারি, ফারিহা ইসলাম তৃষ্ণা, সুরাইয়া আজমিম, সানজিদা আক্তার মেঘলা।

সূত্র: আমাদের সময়.কম


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/117175 ,   Print Date & Time: Saturday, 18 October 2025, 02:38:51 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 SAASCO Group