• হোম > বাংলাদেশ > বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে ৫

বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে ৫

  • রবিবার, ৩০ জানুয়ারী ২০২২, ০৯:৪৩
  • ৪০৫

 বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে ৫

মাদারীপুরের শিবচরে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে পাঁচজনে দাঁড়িয়েছে। এ সময় আহত হয়েছেন আরও দুজন। গতকাল শনিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের বাঁচামারা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- প্রাইভেটকারের যাত্রী খলিল মাতুব্বর (৬৫), পথচারী মোস্তফা শিকদার (৫২), রোকেয়া বেগম (৪৫), লিটু শরীফ (৫০) ও মোফাজ্জেল হোসেন খান (৫৫)। এদের মধ্যে চারজনই শিবচরের বাঁচামারা এলাকার ও একজন মাদবরচর এলাকার বাসিন্দা বলে জানিয়েছেন হাইওয়ে পুলিশের ইনচার্জ গাজী সাখাওয়াত হোসেন।

আহতরা হলেন- প্রাইভেটকারের চালক আশিকুর রহমান সেলিম (৫৩) ও তার মা রোকেয়া বেগম (৫৮)।

প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার সন্ধ্যায় প্রাইভেটকারটি পাচ্চর পেট্রলপাম্প থেকে তেল নিয়ে উল্টো পথে যাত্রা করে। এ সময় গোপালগঞ্জগামী একটি যাত্রীবাহী বাস প্রাইভেটকারটিকে ধাক্কা দেয়। ঘটনাস্থলেই তিন পথচারী ও প্রাইভেটকারের এক যাত্রী মারা যান। আরেকজনকে আহত অবস্থায় স্থানীয় হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিরাজ হোসেন বলেন, দুর্ঘটনায় পাঁচজনের মৃত্যু হয়েছে। নিহতদের একজন প্রাইভেটকারের যাত্রী ও বাকি চারজন পথচারী। প্রাইভেটকারের দুজন যাত্রী গুরুতর আহত হয়েছেন।

সূত্র: আমাদের সময়.কম


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/117211 ,   Print Date & Time: Friday, 9 May 2025, 10:49:25 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 SAASCO Group