• হোম > বাংলাদেশ > বিজিবি সদস্যকে হত্যাচেষ্টার অভিযোগ

বিজিবি সদস্যকে হত্যাচেষ্টার অভিযোগ

  • রবিবার, ৩০ জানুয়ারী ২০২২, ০৯:৫৭
  • ৪১৩

 বিজিবি সদস্যকে হত্যাচেষ্টার অভিযোগ

ভোলার দৌলতখানে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে আব্দুর রব (৫৫) নামে এক বিজিবি সদস্যকে (নায়েব সুবেদার) বেধড়ক পিটিয়ে ও গলায় ফাঁস লাগিয়ে হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় তার পাঁজরের হাড় ভেঙে গেছে। বর্তমানে তিনি দৌলতখান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। শুক্রবার উপজেলার চরপাতা ইউনিয়নের রবন আলী হাওলাদার বাড়ির সামনে এ ঘটনা ঘটে।

আহত বিজিবি সদস্য দৌলতখান উপজেলা চরপাতা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের মৃত সেরাজল হক হাওলাদারের ছেলে। এ ঘটনায় আব্দুর রবের স্ত্রী লুৎফুন নাহার বাদী হয়ে দৌলতখান থানায় মামলা দায়ের করেছেন।

আব্দুর রব জানান, তার ভাই স্কুলশিক্ষক মোশারফের সঙ্গে ১ একর ৮০ শতক জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। শুক্রবার ওই জমিকে কেন্দ্র করে তার ভাই মোশারফ ও তার ছেলে আসাদুজ্জামান, ইয়াহইয়া খানসহ ৫-৭ জন মিলে তার ওপর লাঠিসোটা নিয়ে হামলা চালায়। এ সময় তাকে বেধড়ক পেটানো হয়। একপর্যায়ে তাকে হত্যার উদ্দেশ্যে মাফলার দিয়ে তার গলায় ফাঁস লাগানো হয়। তার চিৎকারে আশপাশের লোকজন ছুটে এলে অভিযুক্তরা পালিয়ে যায়। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন স্থানীয়রা।

এ বিষয় বক্তব্য নিতে অভিযুক্ত মোশারফের মোবাইল ফোনে একাধিকবার কল দিয়ে তার ফোন বন্ধ পাওয়া যায়।

দৌলতখান থানার উপ-পরিদর্শক মো. ইসমাইল হেসেন জানান, এ ঘটনায় আহত বিজিবি সদস্যের স্ত্রী লুৎফুন নাহার বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন। অভিযুক্তদের গ্রেফতারের চেষ্টা চলছে।

সূত্র: যুগান্তর


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/117224 ,   Print Date & Time: Monday, 7 July 2025, 01:23:30 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 SAASCO Group