• হোম > আন্তর্জাতিক > ভারতে করোনা গ্রাফ নিম্নমুখী, টিকাকরণে নয়া নজির

ভারতে করোনা গ্রাফ নিম্নমুখী, টিকাকরণে নয়া নজির

  • রবিবার, ৩০ জানুয়ারী ২০২২, ১১:১০
  • ৫০০

 ভারতে করোনা গ্রাফ নিম্নমুখী, টিকাকরণে নয়া নজির

ভারতে করোনা পরিসংখ্যানের নিম্নমুখী প্রবণতা অব্যাহত। গত বেশ কয়েক দিন ধরে লাগাতার দৈনিক আক্রান্তে নিম্নমুখী যে ট্রেন্ড শুরু হয়েছিল তা বজায় থাকল রোববারও। সেই সাথে অনেকটা কমল অ্যাকটিভ কেস। এদিন টিকাকরণেও নতুন মাইলফলক ছুঁয়ে ফেলেছে ভারত।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের সূত্রের খবর, দেশের মোট যোগ্য জনসংখ্যার ৭৫ শতাংশই করোনার দুটি করে টিকা পেয়ে গেছেন। তবে, দৈনিক মৃতের সংখ্যার ঊর্ধ্বমুখী ট্রেন্ড এদিনও বজায় থাকল।

স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের দেয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত হয়েছেন ২ লাখ ৩৪ হাজার ২৮১ জন। যা আগের দিনের থেকে সামান্য হলেও কম। এদিন দেশের পটিজিভিটি রেট সামান্য বেড়ে হয়েছে ১৪.৫০ শতাংশ। সেটাই বেশি চিন্তায় রাখছে চিকিৎসকদের।

পরিসংখ্যান বলছে, দেশের অধিকাংশ বড় রাজ্যেই কমছে আক্রান্তের সংখ্যা। তবে, কেরালার দৈনিক আক্রান্তের সংখ্যাটা এখনো চিন্তার। সেখানে গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ৫০ হাজারের বেশি মানুষ। সব রাজ্যেই মৃতের সংখ্যাটা ঊর্ধ্বমুখী।

গত ২৪ ঘণ্টায় ভারতে মৃত্যু হয়েছে ৮৮৯ জনের। এই সংখ্যাটা আগের দিনের থেকে অল্প হলেও বেশি। এখনো পর্যন্ত মোট মৃতের সংখ্যা ৪ লাখ ৯৪ হাজার ৯১ জন।

তবে, এই মুহূর্তে যে সংখ্যাটা সরকারকে সবচেয়ে স্বস্তি দিচ্ছে সেটা হলো অ্যাকটিভ কেস। এই নিয়ে পরপর বেশ কয়েক দিন কমল দেশের চিকিৎসাধীন করোনা রোগীর সংখ্যা।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের রিপোর্ট অনুযায়ী, বর্তমানে দেশে করোনায় চিকিৎসাধীন রোগী ১৮ লাখ ৮৪ হাজার ৯৩৭ জন। যা আগের দিনের থেকে প্রায় ১ লাখ ১৯ হাজার কম।

পরিসংখ্যান বলছে, এখনো পর্যন্ত দেশে ৩ কোটি ৮৭ লাখ ১৩ হাজার ৪৯৪ জন করোনা থেকে মুক্ত হয়েছেন। যার মধ্যে গত ২৪ ঘণ্টায় করোনামুক্ত হয়েছেন ৩ লাখ ৫২ হাজার ৭৮৪ জন।

সূত্র: নয়াদিগন্ত


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/117234 ,   Print Date & Time: Saturday, 31 January 2026, 12:34:41 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2026 SAASCO Group