• হোম > ঢাকা | বাংলাদেশ > ইতালির পথে প্রচণ্ড ঠান্ডায় মারা যাওয়া সাত বাংলাদেশির পাঁচজনই মাদারীপুরের

ইতালির পথে প্রচণ্ড ঠান্ডায় মারা যাওয়া সাত বাংলাদেশির পাঁচজনই মাদারীপুরের

  • রবিবার, ৩০ জানুয়ারী ২০২২, ১১:২৬
  • ৪৪৬

মাদারীপুরের জয় তালুকদারের মৃত্যুর খবরে কান্নায় ভেঙে পড়েন স্বজনরা। ছবি: সংগৃহীত

গত সপ্তাহে অবৈধভাবে ইতালি পাড়ি জমাতে গিয়ে সাগরে প্রচণ্ড ঠান্ডায় সাত বাংলাদেশির মৃত্যু হয়। তাদের মধ্যে মধ্যে পাঁচজনের বাড়িই মাদারীপুর সদর উপজেলায়। এছাড়া একজনের বাড়ি সুনামগঞ্জে ও অন্যজনের কিশোরগঞ্জে।

ইতালিতে বাংলাদেশ দূতাবাসের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

মৃতরা হলেন- মাদারীপুর সদর উপজেলার পশ্চিম পিয়ারপুর গ্রামের ইমরান হোসেন, পিয়ারপুর গ্রামের রতন জয় তালুকদার, ঘটকচর গ্রামের সাফায়েত, মোস্তফাপুর গ্রামের জহিরুল এবং মাদারীপুর সদর উপজেলার বাপ্পী।
মৃত অপর দু’জন হলেন- সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার মামুদপুর গ্রামের সাজ্জাদ ও কিশোরগঞ্জে ভৈরব উপজেলার সাইফুল।
দূতাবাস জানায়, মৃত ওই বাংলাদেশিদের সঙ্গে পরিচয় শনাক্তকারী কোনও ধরনের ডকুমেন্ট না থাকায় জটিলতা দেখা দিয়েছে। তবে ওই বাংলাদেশিদের সঙ্গে ইতালির ল্যাম্পেডুসায় পৌঁছা অন্য বাংলাদেশিদের সঙ্গে কথা বলে মৃত সাতজনের এই তথ্য পাওয়া গেছে।

ইতালিতে বাংলাদেশ দূতাবাস আরও জানায়, মৃতদের মধ্যে একজন ছাড়া বাকি ছয়জনের পরিচিতরা উদ্ধার হওয়া ব্যক্তিদের মধ্যে আছেন। তাই ইতোমধ্যে বাংলাদেশে তাদের স্বজনদের কাছে পরিচয় পৌঁছে যাওয়ার কথা। মৃতদেহগুলো সরকারি খরচে দেশে ফেরত পাঠাতে হলে তাদের পরিচয় নিশ্চিত হতে হবে। পরিচয় নিশ্চিত করার স্বার্থে তাদের পরিবারের সদস্যদের সংশ্লিষ্ট জেলা প্রশাসকের কার্যালয়/উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় বা ইতালির রোমে বাংলাদেশ দূতাবাসের কল্যাণ শাখার ইমেইলে (welfare.rome@gmail.com) যোগাযোগ করার অনুরোধ করা হয়েছে।

এর আগে গত শুক্রবার ইতালিতে বাংলাদেশ দূতাবাস জানায়, ঠান্ডায় মৃত্যু হওয়া ওই সাত বাংলাদেশির নৌকায় ২৮৭ জন অভিবাসনপ্রত্যাশী ছিলেন। তাদের মধ্যে ২৭৩ জনই বাংলাদেশি।

সূত্রঃ বিডি প্রতিদিন


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/117240 ,   Print Date & Time: Sunday, 3 August 2025, 05:17:14 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 SAASCO Group