• হোম > শিক্ষাঙ্গন > দীর্ঘ পাঁচ বছর পরে শুরু হয়েছে ঢাবি ছাত্রলীগের হল সম্মেলন

দীর্ঘ পাঁচ বছর পরে শুরু হয়েছে ঢাবি ছাত্রলীগের হল সম্মেলন

  • রবিবার, ৩০ জানুয়ারী ২০২২, ১৬:১৪
  • ৪৩৩

 সংগৃহীত ছবি

জাতীয় সংগীত ও দলীয় পতাকা উত্তোলন এবং সংগীত পরিবেশনার মধ্য দিয়ে শুরু হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের ১৮টি হল শাখার সমন্বিত সম্মেলন। আজ রবিবার বেলা ১২টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি’র সবুজ লনে সম্মেলনের মূল আনুষ্ঠানিকতা শুরু হয়। এতে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হওয়ার কথা রয়েছে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

এছাড়া অনুষ্ঠানে উপস্থিত আছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক, আব্দুর রহমান, যুগ্ম-সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দীন নাছিম, সাংগঠনিক সম্পাদক বি এম মোজাম্মেল হক, ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য প্রমুখ। সম্মেলনের উদ্বোধন করবেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি সনজিত চন্দ্র দাস।

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের সাবেক সভাপতি ও সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক বরিকুল ইসলাম বাঁধনের সভাপতিত্বে এবং বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের সাধারণ সম্পাদক ও সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য সচিব রওনক জাহান রাইনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্য রাখবেন ঢাবি ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন।
এছাড়াও অনুষ্ঠানে ছাত্রলীগের কেন্দ্রীয় ও বিশ্ববিদ্যালয় কমিটির সদস্যবৃন্দ, হল শাখাগুলোর সাবেক নেতৃবৃন্দ, পদ প্রত্যাশীরা উপস্থিত আছেন। তবে কোভিডের কারণে হলগুলো থেকে কোনো কর্মী এতে উপস্থিত হয়নি।

আজ বেলা ১১টা থেকে সম্মেলন শুরু হওয়ার কথা থাকলেও তা দুপুর ১২টার দিকে থেকে শুরু হয়। এর আগেই আমন্ত্রিত অতিথি ও ছাত্রলীগের নেতৃবৃন্দ অনুষ্ঠান স্থলে উপস্থিত হন।

উল্লেখ্য, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের হল শাখাগুলোর সর্বশেষ সম্মেলন হয়েছিল ২০১৬ সালে। এরপর পাঁচ বছরে ছাত্রলীগের কেন্দ্রীয় ও বিশ্ববিদ্যালয় নেতৃত্ব পরিবর্তিত হলেও হল কমিটিগুলো করতে পারেননি তারা। এ মাসের মাঝামাঝি সম্মেলন ৩০ জানুয়ারিকে সম্মেলনের তারিখ হিসেবে ঘোষণা করেন ছাত্রলীগের শীর্ষ নেতারা।

সূত্রঃ বিডি প্রতিদিন


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/117263 ,   Print Date & Time: Sunday, 3 August 2025, 10:22:00 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 SAASCO Group