• হোম > ঢাকা | বাংলাদেশ > ‘গার্ড অব অনার’ ছাড়া মুক্তিযোদ্ধার জানাজা ও দাফন, এলাকায় ক্ষোভ

‘গার্ড অব অনার’ ছাড়া মুক্তিযোদ্ধার জানাজা ও দাফন, এলাকায় ক্ষোভ

  • রবিবার, ৩০ জানুয়ারী ২০২২, ১৮:৩৪
  • ৫২৫

 সংগৃহীত ছবি

কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার মুক্তিযোদ্ধা আব্দুল মোতালেব শিকদারের জানাজায় পুলিশের গার্ড অব অনার না দেওয়াকে কেন্দ্র করে এলাকায় দেখা দিয়েছে উত্তেজনা।

শুক্রবার রাত ৮টার দিকে বাজিতপুর পৌরসভার এক নম্বর ওয়ার্ডের দক্ষিণ রাবারকান্দি এলাকার বাসিন্দা আব্দুল মোতালেব শিকদার স্ট্রোক করে মারা যান। পরে শনিবার বিকাল ৩টার দিকে স্থানীয় রাবারকান্দি কবরস্থানে তার জানাজায় এ ঘটনা ঘটে। এ নিয়ে এলাকাবাসীর মধ্যে ক্ষোভ বিরাজ করছে।

স্থানীয়দের অভিযোগ, একজন মুক্তিযোদ্ধার মৃত্যুর পর রাষ্ট্রীয়ভাবে সম্মান জানানোয় ঘাটতি থাকবে, এটা মেনে নেওয়া কঠিন। থানা-পুলিশের সঙ্গে যোগাযোগ করার পরও পুলিশ উপস্থিত থাকলেও অনুপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও)। এ কারণে মুক্তিযোদ্ধার গার্ড অব অনার প্রদান করতে পারেনি তারা।
স্থানীয়রা জানান, আব্দুল মোতালেব শিকদার একজন মুক্তিযোদ্ধা। তিনি দেশের মানুষের মুক্তির জন্য জীবনবাজী রেখে যুদ্ধে গিয়েছিলেন। সেই মুক্তিযোদ্ধার বিদায়বেলায় তাকে রাষ্ট্রীয় সম্মান দেওয়া হবে না, এটি খুব দুঃখের বিষয়। জানাজায় পুলিশের গার্ড অব অনার না দেওয়াকে কেন্দ্র করে জানাজাতে অংশ নেওয়া এলাকাবাসীর মধ্যে ক্ষোভের সঞ্চার হয়। এসময় আগত লোকজন উপজেলা প্রশাসনকে দায়ী করেন।

অন্যদিকে, মুক্তিযোদ্ধা আব্দুল মোতালেব শিকদারের জানাজায় পুলিশের গার্ড অব অনার না দেওয়ায় জেলা প্রশাসকের কাছে অভিযোগ দেয়া হয়েছে। অভিযোগে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের আর্জি জানানো হয়।

সূত্রঃ বিডি প্রতিদিন


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/117275 ,   Print Date & Time: Tuesday, 5 August 2025, 09:18:37 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 SAASCO Group