• হোম > বিনোদন > দিন কাটছে একাকী, ছবি শেয়ার করে সেই বার্তা ভিকি কৌশলের

দিন কাটছে একাকী, ছবি শেয়ার করে সেই বার্তা ভিকি কৌশলের

  • সোমবার, ৩১ জানুয়ারী ২০২২, ০৮:৫১
  • ৩৭২

 ফাইল ছবি

বিয়ের পর থেকে হাতগোনা দিন একসঙ্গে কাটিয়েছেন তারা। কথা হচ্ছে ভিকি কৌশল ও ক্যাটরিনা কাইফের। স্বামী-স্ত্রী দুইজনেরই ব্যস্ত শিডিউল। তাই রবিবার (৩০ জানুয়ারী) ছুটির দিনেও জুহুর বাড়িতে একাকী কাটল ভিকির। ছবি শেয়ার করে ভিকি জানিয়েছেন সে কথা।

জুহুর নতুন ফ্ল্যাটে কর্মহীন এক রবিবার। আরব সাগরের কোলে তখন সূর্য অস্ত যাওয়ার সময় হয়েছে। এরকমই এক ছবি শেয়ার করে ভিকি লিখেছেন, ‘সানসেট, স্ক্রিপ্ট, কফি আর গাজরের হালুয়া’। ফাঁকা বাড়িতে সূর্যাস্তর সঙ্গে ভিকির সঙ্গী এরাই। গত বৃহস্পতিবার শুটিংয়ে উদ্দেশে লন্ডনে পাড়ি দিয়েছেন ক্যাটরিনা। আবার ওই দিনই ইন্দোর থেকে শুট ছেড়ে বাড়ি ফিরেছেন ভিকি। কারও সঙ্গেই কারও দেখা হয়নি।

এর আগে বছরের প্রথম দিন স্ত্রীর সঙ্গে কাটানোর জন্য এক দিনের ছুটি নিয়ে মুম্বাই এসেছিলেন ভিকি। এমনকি বিয়ের পর স্বামীর সঙ্গে কাটানোর জন্য সোজা ইন্দোর চলে গিয়েছিলেন ক্যাটরিনাও। কিন্তু এরপর আর তাদের একসঙ্গে সময় কাটানো হয়নি, যা নিয়ে নানা মন্তব্য ভেসে এসেছে অনুরাগীদের তরফ থেকে। তাদের দুইজনকে নিয়ে চিন্তিত তারা।
একজন লিখেছেন, দুইজনই কাজ পাগল। কাজের চাপে তাই রোম্যান্সে ভাঁটা। আর একজন লিখেছেন, এভাবে চললে বিচ্ছেদ হতেও বেশি দেরি নেই। যদিও তাদের পক্ষেও কথা বলেছেন কেউ কেউ। তারা দুইজনেই পরিশ্রমী, কথা দিয়ে কথা রাখেন, তাই সেই কারণেই আপাতত কাজকেই গুরুত্ব দিচ্ছেন বলে মনে করছেন অনেকে।

গত ৯ ডিসেম্বর রাজস্থানে সাতপাকে বাঁধা পড়েন ভিকি-ক্যাটরিনা। তাদের প্রেমের সূত্রপাত ঠিক কবে কোথায়, তা অনেকেরই অজানা । বিয়ের আগে দুইজনে একসঙ্গে ছবি পোস্ট করেননি কোনওদিন। প্রকাশ্যে সম্পর্ক নিয়ে কোনওদিনও কিছু বলেননি। ক্যাটরিনার ঘনিষ্ঠ বৃত্ত জানিয়েছিল, আগের সম্পর্কগুলো ভেঙে যাওয়ায় ভিকির সঙ্গে সম্পর্ক নিয়ে অনেক বেশি সাবধানী ছিলেন ক্যাট।

তাদের সম্পর্কের গুঞ্জন যখন দাবানলের মতো বলিউডের অন্দরেও ছড়িয়ে পড়েছিল তখন তা নিয়েও কম কথা হয়নি। তাদের বয়সের পার্থক্য, ক্যারিয়ার প্রেমিকার বেশি সাফল্য নিয়েও হয়েছে কটাক্ষ। তাদের বাগদানের খবর নিয়েও বার বার রটেছে নানা ধরনের গুঞ্জন। এই যুগলের এখন ব্যস্ততা রয়েছে, রয়েছে প্রেমও। প্রেমের মাঝে ব্যস্ত জীবন যেন বাধা হয়ে না দাঁড়ায় আপাতত সেই প্রার্থনাই ভিক্যাট ভক্তদের।

সূত্রঃ বিডি-প্রতিদিন


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/117299 ,   Print Date & Time: Tuesday, 5 August 2025, 04:35:38 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 SAASCO Group