• হোম > বাংলাদেশ | সিলেট > ভোটগ্রহণ শুরুর ১০ ঘণ্টা আগে মারা গেলেন প্রার্থী

ভোটগ্রহণ শুরুর ১০ ঘণ্টা আগে মারা গেলেন প্রার্থী

  • সোমবার, ৩১ জানুয়ারী ২০২২, ০৯:০৩
  • ৫০১

মো. আনিছুর রহমান চৌধুরী কামাল

হবিগঞ্জের বাহুবল উপজেলার দুই নম্বর পুটিজুরী ইউনিয়নের তিন নম্বর সাধারণ ওয়ার্ডে সদস্য পদপ্রার্থী ছিলেন মো. আনিছুর রহমান চৌধুরী কামাল। সোমবার (৩১ জানুয়ারী) সকাল ৮টায় তার নির্বাচনী এলাকায় শুরু হচ্ছে ভোট গ্রহণ। কিন্তু ভোটগ্রহণ শুরুর ১০ ঘণ্টা বাকি থাকতে মৃত্যুবরণ করলেন তিনি। রবিবার (৩০ জানুয়ারি) দিবাগত রাত সোয়া ১০টার দিকে উপজেলার রাজসুরত গ্রামে নিজ বাড়িতে তিনি মারা যান।

আনিছুর রহমান চৌধুরী কামাল বৈদ্যুতিক পাখা প্রতীক নিয়ে তিন নম্বর ওয়ার্ডে প্রতিদ্বন্দ্বিতা করছিলেন। তিনি দীর্ঘদিন ধরে কিডনিজনিত জটিলতা ও হৃদরোগে ভুগছিলেন। এ ওয়ার্ডের সাবেক নির্বাচিত সদস্যও ছিলেন তিনি। আনিছুর রহমান চৌধুরী কামাল মৃত্যুকালে স্ত্রী, পাঁচ মেয়ে ও দুই ছেলে সন্তান রেখে গেছেন।

মৃত প্রার্থীর চাচাতো ভাই সাজ্জাদুর রহমান সাজু জানান, রবিবার আনিছুর রহমান চৌধুরীকে অসুস্থ অবস্থায় বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। রাত ১০টা ১০ মিনিটে তিনি মারা গেছেন। সোমবার দুপুর আড়াইটায় তার নামাজে জানাজার সময় নির্ধারণ করা হয়েছে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগ থেকে জানানো হয়, আনিছুর রহমান চৌধুরীকে কিডনিজনিত সমস্যা নিয়ে সকালে সেখানে আনা হয়েছিল। পরে চিকিৎসক তাকে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দেন।

এ বিষয়ে বাহুবল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসান খান বলেন, প্রার্থীর মৃত্যুর বিষয়টি সকালে নির্বাচন কমিশনকে (ইসি) জানাবে তার পরিবার। এরপর ইসি আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।

সূত্রঃ বিডি-প্রতিদিন


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/117309 ,   Print Date & Time: Saturday, 2 August 2025, 01:37:55 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 SAASCO Group