• হোম > বাংলাদেশ | রংপুর > সাংবাদিকদের উপর হামলায় জড়িতদের গ্রেফতারের দাবি

সাংবাদিকদের উপর হামলায় জড়িতদের গ্রেফতারের দাবি

  • সোমবার, ৩১ জানুয়ারী ২০২২, ০৯:৫৯
  • ৪০৫

প্রতীকী ছবি

ঠাকুরগাঁও প্রতিনিধি:

পেশাগত দ্বায়িত্ব পালনকালে ই‌নডি‌পে‌ন্ডেন্ট টি‌ভি ও ইত্তেফাক জেলা প্রতি‌নি‌ধি তানভীর হাসান তানু, নিউজবাংলার ঠাকুরগাঁও জেলা প্রতি‌নি‌ধি সো‌হেল রানা,রাই‌জিং‌ বি‌ডির জেলা প্রতি‌নি‌ধি হি‌মেল তালুকদার এবং ঢাকা মেইলের জেলা প্রতি‌নি‌ধি মিলুর উপর বেপরোয়া হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে এ ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতারসহ দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে ঠাকুরগাঁও অনলাইন প্রেসক্লাব।

রবিবার ৩০ জানুয়ারি ঠাকুরগাঁও অনলাইন প্রেসক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদক এক যৌথ বিবৃতিতে এ প্রতিবাদ জানান।

২৯ জানুয়ারি শনিবার দুপুরে ঠাকুরগাঁও‌ সদর উপ‌জেলার সেনুয়া ইউ‌নিয়‌নের মন্ডলপাড়া গ্রামে নির্বাচনী সংবাদ সংগ্রহ কর‌তে গি‌য়ে তিন অনলাইন ও এক টেলিভিশন সাংবাদিকের উপর এ হামলার ঘটনা ঘটে। পরে পুলিশ ও স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়।

যৌথ বিবৃতিতে ঠাকুরগাঁও অনলাইন প্রেসক্লাব এর সভাপতি বিধান চন্দ্র দাস বলেন, দুঃখজনক হলেও সত্য, হামলায় সেনুয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থীর লোকজ‌ন অংশ নেয়। এতে গুরুতর আহত হ‌ন ৪ সংবাদকর্মী।

হামলায় জড়িতদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে বিবৃতিতে বলা হয়,
এই ধরনের হামলা স্বাধীন সাংবাদিকতায় চরম কুঠারাঘাতের শামিল। অবিলম্বে এই হামলার সঙ্গে জড়িতদের আইনের আওতায় নেয়ার জোর দাবী জানায় ঠাকুরগাঁও অনলাইন প্রেসক্লাব।

এবিষয়ে ঠাকুরগাঁও অনলাইন প্রেসক্লাব এর সাধারণ সম্পাদক ফরিদুল ইসলাম রঞ্জু বলেন, গতকাল সেনুয়া ইউনিয়নে নির্বাচনী সংবাদ সংগ্রহের সময় প্রেসক্লাবের দপ্তর সম্পাদক তানভির হাসান তানুসহ তিন সাংবাদিককে মারপিট করে আহত করার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। তিনি আরো জানান বর্তমানে গণমাধ্যমকর্মীদের কোন নিরাপত্তা নেই। অবিলম্বে দোষীদের গ্রেফতার করে আইনের আওতায় আনতে হবে অন্যথায় কঠোর আন্দোলনের হুশিয়ারী দেন তিনি।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/117336 ,   Print Date & Time: Saturday, 2 August 2025, 01:35:56 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 SAASCO Group