• হোম > বাংলাদেশ | রংপুর > দিনাজপুরের নবাবগঞ্জে প্রবীণ লেখক ও সাংবাদিক এ.কিউ.এম আজিজুল হকের ইন্তেকাল

দিনাজপুরের নবাবগঞ্জে প্রবীণ লেখক ও সাংবাদিক এ.কিউ.এম আজিজুল হকের ইন্তেকাল

  • সোমবার, ৩১ জানুয়ারী ২০২২, ১০:০১
  • ৪৪০

প্রবীণ লেখক ও সাংবাদিক এ.কিউ.এম আজিজুল হক

এম এ সাজেদুল ইসলাম(সাগর),নবাবগঞ্জ (দিনাজপুর)

দিনাজপুরের নবাবগঞ্জের প্রবীণ লেখক, সাংবাদিক এ.কিউ.এম আজিজুল হক ইন্তেকাল করেছেন। ইন্নানিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। রোববার সকালে তিনি ঢাকায় তাঁর মেয়ের বাড়িতে থাকা অবস্থায় অসুস্থ্য হয়ে পড়েন। পরে উন্নত চিকিৎসার জন্য শহরের একটি হাসপাতালে নেয়ার সময় পথিমধ্যেই ইন্তেকাল করেন এ কিউ এম আজিজুল হক। তিনি দীর্ঘদিন ধরে বিভিন্ন সাহিত্য পত্র পত্রিকায় লেখালেখির কাজ সহ পেশা হিসেবে বেঁছে নিয়েছিলেন শিক্ষকতা।
উপজেলা সদরে সকারি পাইলট উচ্চ বিদ্যালয়ে বাংলা বিষয়ে শিক্ষক হিসেবে সুনাম ও নিষ্ঠার সাথে দীর্ঘদিন দায়িত্ব পালন করে অবসর গ্রহণ করেন। এরপর কিছু সময় নবাবগঞ্জ সদরে তার বাড়িতে এবং বিদেশে তার ছেলের বাড়িতে অবস্থান করতেন।
এ কিউ এম আজিজুল হক উপজেলার ৩নং গোলাপগঞ্জ ইউনিয়নের রঘুনাথপুর গ্রামে জন্মগ্রহণ করেছিলেন। গোলাপগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ রাশেদুল কবির এর মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, দাদু মেয়ের বাড়িতেই ছিলেন। অসুস্থ্য হয়ে পড়লে চিকিৎসার জন্য হাসপাতালে নেয়ার পথেই ইন্তেকাল করেছেন।
তার পরিবারের বরাত দিয়ে ইউপি চেয়ারম্যান জানান, তার ছেলে বিদেশ থেকে মঙ্গলবারে দেশে ফিরে এসে নবাবগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয়ের মাঠে জানাযা নামায শেষে রঘুনাথপুর পারিবারিক কবরস্থানে দাফন করা হবে। তার মৃত্যুতে উপজেলার রাজনৈতিক ও সুশীল সমাজের নেতৃবৃন্দ সহ বিভিন্ন পেশাজিবী সংগঠন মরহুমের রুহের মাগফেরাত কামনা সহ শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন। তার মৃত্যুতে নবাগঞ্জের সাংবাদিক অংগনের বতিঘর নিভে গেল।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/117338 ,   Print Date & Time: Sunday, 3 August 2025, 10:04:32 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 SAASCO Group