• হোম > জাতীয় > মুখোশ পরা গণতন্ত্রের ফেরিওয়ালা বিএনপি : ওবায়দুল কাদের

মুখোশ পরা গণতন্ত্রের ফেরিওয়ালা বিএনপি : ওবায়দুল কাদের

  • সোমবার, ৩১ জানুয়ারী ২০২২, ১৪:৫৫
  • ৩৮৯

ওবায়দুল কাদের। ফাইল ছবি

বিএনপি জন্ম থেকেই মিথ্যাচারকে সঙ্গী করে নিয়েছে উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‌‘বিএনপি মুখোশ পরা গণতন্ত্রের ফেরিওয়ালা। তাদের বহুদলীয় গণতন্ত্র ছিল চটকদার বিজ্ঞাপনের মতো।’

আজ সোমবার সচিবালয়ে নিজ দফতরে ব্রিফিংয়ে এসব কথা বলেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, ‘সাম্প্রদায়িক শক্তি, উগ্রবাদ ও স্বাধীনতার শত্রুদের লালন এবং পোষণের কারণেই বিএনপি এদেশের মূলধারার রাজনীতি থেকে দিন দিন ছিটকে পড়ছে।’
তিনি বলেন, ‘বাংলাদেশের অর্থনীতিতে বিএনপি খাল কেটে কুমির এনেছিল। উন্নয়ন তাদের শত্রু। ভোট ডাকাতি, হ্যাঁ- না ভোটের মাধ্যমে প্রহসনের নির্বাচন, ভোটারবিহীন নির্বাচন এবং ভুয়া ভোটার সৃষ্টিতে তারা এদেশে রেকর্ড সৃষ্টি করেছে। অথচ এ দলটি নির্লজ্জের মতো সরকারের ওপর নিজেদের ব্যর্থতার দায় চাপায়।’

‘বিএনপির রাজনীতি অনিয়ম, লুটপাট আর দুর্নীতির সংস্কৃতিতে অভ্যস্ত। তাদের তথাকথিত উন্নয়ন ছিল বিদ্যুৎ সংযোগহীন খাম্বার মতো,’ বলেন ওবায়দুল কাদের।

সূত্রঃ বিডি প্রতিদিন


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/117359 ,   Print Date & Time: Sunday, 3 August 2025, 03:49:33 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 SAASCO Group