• হোম > বিনোদন > কান্নাজড়িত কণ্ঠে সিনেমা ছাড়ার ঘোষণা দিলেন হিরো আলম

কান্নাজড়িত কণ্ঠে সিনেমা ছাড়ার ঘোষণা দিলেন হিরো আলম

  • সোমবার, ৩১ জানুয়ারী ২০২২, ১৭:৪৩
  • ৫৯৯

হিরো আলম

মারুফ সরকার,বিনোদন প্রতিনিধি:

বগুড়ার ছেলে আশরাফুল হোসেন ওরফে হিরো আলম। যাকে নিয়ে আলোচনা করা যায়, কিন্তু তাকে এড়িয়ে যাওয়া যায় না। আলোচনা-সমালোচনার তোয়াক্কা না করে আপন মনে কাজ করে যাচ্ছেন।সম্প্রতি চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনকে কেন্দ্র করে এফডিসিতে গিয়ে বার বার অপমানিত হয়েছেন হিরো আলম। আর সেই কষ্টে এবার সিনেমার ছাড়ার ঘোষণা দিলেন তিনি।

সোমবার (৩১ জানুয়ারি) ফেসবুক লাইভে এসে হিরো আলম বলেন, ‘আশা করি সবাই ভালো আছেন। কাল থেকে অনেক বিষয়ে ভেবে দেখলাম। সিদ্ধান্ত নিয়েছি, আমি আর এফডিসিতে যাবো না। আর কোনো সিনেমাও বানাবো না। কারণ আমি দেখেছি, এই সুশীল সমাজের লোক আমাকে মেনে নিবে না। চলচ্চিত্রের লোকজন কখনো আমাকে মেনে নিবে না। আমাকে ওরা একের পর এক ধিক্কার, লাঞ্ছিত, অপমান করছে।’

তিনি আরও বলেন, ‘গতকাল (৩০ জানুয়ারি) এফডিসিতে পরিচালক শাহীন সুমন অনেক লোকের মধ্যে অপমান করে আমাকে বের করে দেয়। আমি আর কারও বিরুদ্ধে কোন কথা বলবো না, এফডিসিতে যাবো না, চলচ্চিত্রও নির্মাণ করবো না।’

কান্নাজড়িত কণ্ঠে আক্ষেপের সুরে হিরো আলম জানান, ‘এই চলচ্চিত্রের জন্য আমি কি না করেছি! চলচ্চিত্রকে ভালোবাসি বলেই ফেসবুক, ইউটিউব, বিভিন্ন কনসার্ট থেকে উপার্জনের টাকা দিয়ে সিনেমা বানাই। অনেক দুঃখ-কষ্টে সিনেমা ছেড়ে দিলাম।’


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/117408 ,   Print Date & Time: Friday, 9 May 2025, 11:17:14 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 SAASCO Group