• হোম > আইন-অপরাধ | জাতীয় > অসীম কুমার উকিল ও অপু উকিলের বিরুদ্ধে রিট খারিজ

অসীম কুমার উকিল ও অপু উকিলের বিরুদ্ধে রিট খারিজ

  • সোমবার, ৩১ জানুয়ারী ২০২২, ১৮:১৮
  • ৫৬১

 অসীম কুমার উকিল ও অপু উকিলে

সংসদ সদস্য ও আওয়ামী লীগ নেতা অসীম কুমার উকিল এবং তার সহধর্মিণী যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক অধ্যাপিকা অপু উকিলের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তদন্ত চেয়ে করা রিট সরাসরি খারিজ করে দিয়েছেন হাইকোর্ট।

বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমান সমন্বয়ে গঠিত একটি হাইকোর্ট ডিভিশন বেঞ্চ আজ এই আদেশ দেন।

ডেপুটি এটর্নি জেনারেল এ কে এম আমিন উদ্দিন মানিক গণমাধ্যমকে আদালতের আদেশের বিষয়টি জানান।

আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন এটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন, ডেপুটি এটর্নি জেনারেল এ কে এম আমিন উদ্দিন মানিক। দুদকের পক্ষে ছিলেন আইনজীবী খুরশীদ আলম খান।

নেত্রকোনার বাসিন্দা কেশব রঞ্জন সরকার এ রিট দায়ের করেন।

ডেপুটি এটর্নি জেনারেল এ কে এম আমিন উদ্দিন মানিক বলেন, এ মামলার রিটকারী হলেন নেত্রকোনা জেলা কৃষক লীগের সভাপতি কেশব রঞ্জন সরকার। রিটকারী ব্যক্তিগত রাজনৈতিক বিষয়ে ক্ষুব্ধ হয়ে বিভিন্ন দপ্তরে একের পর এক আবেদন করেছেন। এমনকি বিশেষ জজ আদালতেও আবেদন করেছেন। কিন্তু সে আবেদন এখনো মঞ্জুর হয়নি। সব মিলিয়ে অসীম কুমার উকিল ও অপু উকিলের বিরুদ্ধে আনা দুর্নীতির তদন্ত চেয়ে আনা রিট আবেদনটি জনস্বার্থে হয়নি বিধায় তা খারিজ করে দিয়েছেন হাইকোর্ট।

সুত্রঃ বাংলাদেশ জার্নাল


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/117414 ,   Print Date & Time: Wednesday, 17 September 2025, 03:19:11 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 SAASCO Group