• হোম > আন্তর্জাতিক > রাশিয়াকে ব্রিটিশ সরকারের হুঁশিয়ারি

রাশিয়াকে ব্রিটিশ সরকারের হুঁশিয়ারি

  • মঙ্গলবার, ১ ফেব্রুয়ারী ২০২২, ১১:১০
  • ৪২০

 রাশিয়াকে ব্রিটিশ সরকারের হুঁশিয়ারি

রাশিয়া ও ইউক্রেনের মধ্যে চলমান উত্তেজনায় উদ্বীগ্ন পশ্চিমাবিশ্ব। এমন পরিস্থিতিতে ইউক্রেন ইস্যুতে রাশিয়াকে ‘খাদের কিনারা’ থেকে সরে আসতে আহ্বান জানিয়েছে ব্রিটিশ সরকার।

তারা হুঁশিয়ারি দিয়ে বলেছে, ইউক্রেনের বিরুদ্ধে যেকোনো ধরনের কঠোর ব্যবস্থা নিলে রুশ শাসকগোষ্ঠী ও ব্যবসাপ্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা দেবে যুক্তরাজ্য। খবর রয়টার্সের।

ব্রিটিশ রাজস্ব মন্ত্রণালয়ের মন্ত্রী সাইমন ক্লার্ক স্কাই নিউজকে বলেছেন, এটি স্পষ্ট যে, মস্কো ইউক্রেনের বিরুদ্ধে ব্যবস্থা নিলে আমরা তাদের ব্যবসা ও পুতিনের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্কযুক্ত ব্যক্তিদের ওপর নিষেধাজ্ঞা দেবো।
তবে ব্রিটিশ সরকারের এ হুমকিকে খুব একটা পাত্তা দিচ্ছে না রাশিয়া। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেস্কভ বলেছেন, এ ধরনের হুমকি ইউক্রেন সীমান্তে রুশ সেনা সমাবেশের পর এক জ্যেষ্ঠ মার্কিন কর্মকর্তার বলা কথার প্রতিধ্বনি মাত্র।

তার কথায়, যুক্তরাজ্যের এ ধরনের হুমকি ‘খুবই বিরক্তিকর’। আর এ ধরনের বিবৃতি দেশটির বিনিয়োগ আকর্ষণের বিরোধী এবং এতে ঘুরেফিরে ব্রিটিশ কোম্পানিগুলোও ক্ষতিগ্রস্ত হবে।

সূত্রঃ বিডি প্রতিদিন


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/117441 ,   Print Date & Time: Saturday, 30 August 2025, 11:44:50 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 SAASCO Group