• হোম > আন্তর্জাতিক > জাপানের এফ-১৫ যুদ্ধবিমান নিখোঁজ, সাগরে বিধ্বস্তের আশঙ্কা

জাপানের এফ-১৫ যুদ্ধবিমান নিখোঁজ, সাগরে বিধ্বস্তের আশঙ্কা

  • বুধবার, ২ ফেব্রুয়ারী ২০২২, ০৯:৪৬
  • ৫৩৬

 জাপানের এফ-১৫ যুদ্ধবিমান নিখোঁজ, সাগরে বিধ্বস্তের আশঙ্কা

বিশ্বজমিন (১৬ ঘন্টা আগে) ফেব্রুয়ারি ১, ২০২২, মঙ্গলবার, ৫:৩০ অপরাহ্ন
জাপানের নিখোঁজ হওয়া একটি এফ-১৫ যুদ্ধবিমান সাগরে বিধ্বস্ত হয়েছে বলে আশঙ্কা করছে দেশটি। সোমবার সর্বশেষ জাপানের কোমাতসু বিমানঘাঁটি থেকে উড্ডয়ন করেছিল যুদ্ধ বিমানটি। তবে উড্ডয়নের কিছু সময় পরই এটি রাডার থেকে অদৃশ্য হয়ে যায়। এসময় বিমানটিতে বিমানবাহিনীর দুই সদস্য ছিলেন। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে এ খবর দিয়েছে আল-জাজিরা।

খবরে জানানো হয়, রাডার থেকে অদৃশ্য হয়ে যাওয়ার আগে কোনো ধরনের বিপদ সংকেত পাঠায়নি বিমানটি। এখন পর্যন্ত বিমানটির বিধ্বস্ত হওয়ার স্থান সম্পর্কেও কিছু জানা যায়নি। প্রথমে গণমাধ্যমে গুজব ছড়িয়ে পড়েছিল যে বিমানে থাকা একজন পাইলটকে উদ্ধার করা গেছে। তবে জাপানের প্রতিরক্ষামন্ত্রী নোবু কিশি বিষয়টি অস্বীকার করেছেন।

জাপানের কোস্ট গার্ড এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলেছে, বিমানটির ধ্বংসাবশেষ খুঁজে পেতে অনুসন্ধান অভিযান শুরু করেছে তারা। এতে কয়েকটি উদ্ধার হেলিকপ্টার ও কোস্টগার্ডের তিনটি জাহাজ যোগ দিয়েছে। সাগরে বিমানের কিছু ধ্বংসাবশেষও পাওয়া গেছে। এ নিয়ে জাপান সরকারের মুখপাত্র হিরোকাজু মাতসুনো মঙ্গলবার বলেন, ধ্বংসাবশেষ পাওয়ার ভিত্তিতে ধারণা করা হচ্ছে যুদ্ধবিমানটি সাগরে বিধ্বস্ত হয়েছে। তবে এখনো নিখোঁজ পাইলটদের খুঁজে পেতে অভিযান চালিয়ে যাওয়া হচ্ছে।

সূত্র: মানবজমিন


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/117480 ,   Print Date & Time: Sunday, 3 August 2025, 06:55:53 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 SAASCO Group