• হোম > আন্তর্জাতিক > জাতিসঙ্ঘ নিরাপত্তা পরিষদকে জরুরি রুদ্ধদ্বার বৈঠকে বসার আহ্বান

জাতিসঙ্ঘ নিরাপত্তা পরিষদকে জরুরি রুদ্ধদ্বার বৈঠকে বসার আহ্বান

  • বুধবার, ২ ফেব্রুয়ারী ২০২২, ১১:৪৭
  • ৪১৩

 জাতিসঙ্ঘ নিরাপত্তা পরিষদকে জরুরি রুদ্ধদ্বার বৈঠকে বসার আহ্বান

উত্তর কোরিয়ার সর্বশেষ ক্ষেপণাস্ত্র পরীক্ষার ব্যাপারে আলোচনা করার জন্য জাতিসঙ্ঘ নিরাপত্তা পরিষদকে জরুরি বৈঠকে বসার আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র।

জাতিসঙ্ঘের মার্কিন মিশনের একাধিক সূত্রের বরাত দিয়ে বার্তা সংস্থা এপি জানিয়েছে, যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে আগামীকাল (বৃহস্পতিবার) নিরাপত্তা পরিষদে রুদ্ধদ্বার বৈঠকের আহ্বান জানানো হয়েছে।

জাতিসঙ্ঘ নিরাপত্তা পরিষেদের কূটনীতিকদের বরাত দিয়ে বার্তা সংস্থাটি জানিয়েছে, উত্তর কোরিয়া সর্বশেষ যে মধ্যম-পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপের বিষয়টি নিশ্চিত করেছে তা ছিল জানুয়ারি মাসে দেশটির পক্ষ থেকে সপ্তম ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ।

দক্ষিণ কোরিয়া ও জাপানের সেনা সূত্রগুলো বলছে, উত্তর কোরিয়ার সর্বশেষ ক্ষেপণাস্ত্রটি দুই হাজার কিলোমিটার উচ্চতায় ওঠে এবং প্রায় ৮০০ কিলোমিটার দূরত্ব অতিক্রম করে সাগরে পতিত হয়।

যুক্তরাষ্ট্রের সামরিক সতর্কীকরণ কেন্দ্র দাবি করেছে, গত মাসের গোড়ার দিকে উত্তর কোরিয়ার নিক্ষিপ্ত একটি ক্ষেপণাস্ত্র মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া উপকূল বা অ্যালেউটেইন দ্বীপপুঞ্জে আঘাত হানার সক্ষমতা রাখে।

দু’টি সংশ্লিষ্ট মার্কিন সূত্রের বরাত দিয়ে দেশটির নিউজ চ্যানেল সিএনএন জানিয়েছে, উত্তর কোরিয়ার এই ক্ষেপণাস্ত্র যেকোনো আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে ফাঁকি দিতে সক্ষম।

হোয়াইট হাউজের কর্মকর্তাদের বরাত দিয়ে এপি আরো জানিয়েছে, উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র নিক্ষেপকে উসকানি হিসেবে দেখছে ওয়াশিংটন যা কেবল উদ্বেগই বাড়াচ্ছে।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন জানুয়ারি মাসের মাঝামাঝি সময়ে উত্তর কোরিয়ার ধারাবাহিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপকে ‘গভীরভাবে অস্থিতশীলতাকারী’ পদেক্ষপ বলে অভিহিত করেছিলেন।

তিনি এমএসএনবিসি’কে দেয়া এক সাক্ষাৎকারে বলেন, মিত্র দেশগুলোর সাথে আমরা এ বিষয়ে সম্পূর্ণ একমত যে, আমাদের সবার নিরাপত্তা নিশ্চিত করতে হবে এবং এসব পদক্ষেপের জন্য উত্তর কোরিয়াকে মূল্য দিতে হবে।

সূত্র: নয়াদিগন্ত


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/117504 ,   Print Date & Time: Sunday, 3 August 2025, 10:58:21 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 SAASCO Group