• হোম > কোলকাতা > জামিনপ্রাপ্ত খুনের আসামি ফিরতে চান কারাগারে!

জামিনপ্রাপ্ত খুনের আসামি ফিরতে চান কারাগারে!

  • বৃহস্পতিবার, ৩ ফেব্রুয়ারী ২০২২, ০৮:৫২
  • ২২৭০

 প্রতীকী ছবি

লুটপাট ও হত্যা মামলার এক আসামি জামিনে মুক্তি পেয়েছেন। কিন্তু তিনি আবার কারাগারে ফিরতে আবেদন করেছেন। তার কারাগারে ফিরতে চাওয়ার কারণটাও খুবই চমকপ্রদ। ঘটনা ভারতের তামিলনাড়ুর। খবর এনডিটিভির।

খবরে বলা হয়েছে, গত বছরের নভেম্বরে শহর ত্যাগ না করা এবং প্রতি সোমবার আদালতে হাজিরা দেওয়ার শর্তে তাকে জামিন দেওয়া হয়। কারাগারে ফেরত পাঠানোর জন্য দেওয়া আবেদনপত্রে ওই ব্যক্তি উল্লেখ করেন, তিনি জামিনের শর্ত পূরণে অক্ষম। কারণ, শর্ত অনুযায়ী তিনি শহর ছেড়ে যেতে পারবেন না। ওই শহরের বাসিন্দা না হওয়ায় তাকে হোটেলে রুম ভাড়া করে থাকতে হবে। কিন্তু মামলার আসামি হওয়ায় কোনো হোটেল তাকে রুম ভাড়া দিতে রাজি হচ্ছে না। এ ছাড়া আসামি হওয়ার কারণে কেউ তাকে কাজও দিচ্ছে না।

তিনি শারীরিকভাবে অসুস্থ বলেও আবেদনে উল্লেখ করেন। সার্বিক পরিস্থিতি বিবেচনা করে কারাগারে ফিরিয়ে নেওয়ার জন্য আবেদন করেছেন তিনি। আজ বৃহস্পতিবার তার আবেদনে শুনানি হতে পারে।
২০১৬ অভিযুক্ত একজন নিরাপত্তা রক্ষীকে খুন করেন। আরেকজনকে আহত করেন। সেইসঙ্গে মূল্যবান জিনিসপত্র লুট করেন।

সুত্রঃ বিডি প্রতিদিন


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/117551 ,   Print Date & Time: Saturday, 12 July 2025, 06:25:41 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 SAASCO Group