• হোম > ময়মনসিংহ > বিদ্যুৎস্পৃষ্ট ছেলেকে বাঁচাতে গিয়ে বাবারও মৃত্যু

বিদ্যুৎস্পৃষ্ট ছেলেকে বাঁচাতে গিয়ে বাবারও মৃত্যু

  • শনিবার, ৫ ফেব্রুয়ারী ২০২২, ০৯:১৬
  • ৫৮৩

প্রতীকী ছবি

রোমান আহমেদ, জামালপুর :

জামালপুরের সরিষাবাড়ীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বাবা ও ছেলের মৃত্যু হয়েছে।
শুক্রবার (৪ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার পোগলদিঘা ইউনিয়নের গোবিন্দনগর গ্রামে এই ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ইনতিয়াজ আলী (৫০) ও তার ছেলে ফিরুজ মিয়া (২০)। ইনতিয়াজ আলী গোবিন্দনগর গ্রামের মৃত হাতেম মিয়ার ছেলে।

পোগলদিঘা ইউনিয়নের চেয়ারম্যান আশরাফুল আলম মানিক বলেন, দুপুরে নিজেদের সেচ পাম্পের তার ছিঁড়ে গেলে তা মেরামত করতে যান ফিরুজ। এসময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। পড়ে বাবা ইনতিয়াজ আলী তাকে ধরলে তিনিও বিদ্যুৎস্পৃষ্ট হন। এতে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়।


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/117593 ,   Print Date & Time: Monday, 3 November 2025, 07:54:42 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 SAASCO Group