• হোম > জাতীয় > বিশ্বেজুড়ে গত ২৪ ঘণ্টায় করোনায় ১১২৮৪ জনের মৃত্যু, নতুন শনাক্ত ২৯ লাখ

বিশ্বেজুড়ে গত ২৪ ঘণ্টায় করোনায় ১১২৮৪ জনের মৃত্যু, নতুন শনাক্ত ২৯ লাখ

  • শনিবার, ৫ ফেব্রুয়ারী ২০২২, ০৯:৫৬
  • ৬৬১

ফাইল ছবি

গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ১১ হাজার ২৮৪ জন এবং নতুন করে সংক্রমিত হয়েছেন ২৯ লাখ ১২ হাজার ৪৩২ জন।

শনিবার সকালে ওয়ার্ল্ডোমিটারস থেকে এ তথ্য জানা গেছে। সর্বশেষ তথ্যানুযায়ী, মহামারির শুরু থেকে এ পর্যন্ত ভাইরাসটিতে আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৯ কোটি ১২ লাখ ৮৩ হাজার ৭৫১ জনে। আর বিশ্বজুড়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৫৭ লাখ ৪৩ হাজার ১০৯ জনে।

গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি শনাক্ত হয়েছে যুক্তরাষ্ট্রে। এসময়ে দেশটিতে নতুন করে আক্রান্ত হয়েছেন ২ লাখ ৮১ হাজার ৪৬৯ জন এবং মারা গেছেন ২ হাজার ৬১৯ জন। এছাড়া ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে উঠেছেন ২ লাখ ৩৭ হাজার ৯৯২ জন।
২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহান প্রদেশের হুবেই শহরে প্রথম করোনার অস্তিত্ব শনাক্ত হয়। কয়েক মাসের মধ্যেই ভাইরাসটি বিশ্বের অধিকাংশ দেশে ছড়িয়ে পড়ে। গত বছরের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে।

সূত্রঃ বিডি-প্রতিদিন


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/117603 ,   Print Date & Time: Sunday, 2 November 2025, 07:31:08 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 SAASCO Group