• হোম > আন্তর্জাতিক > মাদাগাস্কারে ঘূর্ণিঝড়ে মৃতের সংখ্যা বেড়ে ১২০

মাদাগাস্কারে ঘূর্ণিঝড়ে মৃতের সংখ্যা বেড়ে ১২০

  • শনিবার, ১২ ফেব্রুয়ারী ২০২২, ১২:৩২
  • ৪৩৫

 মাদাগাস্কারে ঘূর্ণিঝড়ে মৃতের সংখ্যা বেড়ে ১২০

মাদাগাস্কারে ঘূর্ণিঝড় বাতসিরাইয়ে মৃতের সংখ্যা বেড়ে ১২০ -এ দাঁড়িয়েছে। রাষ্ট্রীয় দুর্যোগ প্রশমন সংস্থা জানিয়েছে, নিহতদের মধ্যে শুধু দক্ষিণ-পূর্বাঞ্চলীয় ইকোঙ্গো জেলায় মারা গেছে ৮৭ জন। জেলায় ক্ষয়ক্ষতির পরিমাণ নিয়ে এখনো তথ্য সংগ্রহ করা হচ্ছে। শুক্রবার এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে আল জাজিরা।

গত শনিবার ভারত মহাসাগরের উপকূলে অবস্থিত দেশটিতে আছড়ে পড়ে। রাষ্ট্রীয় দুর্যোগ প্রশমন সংস্থার তথ্য মতে, ঘূর্ণিঝড়ে ১ লাখ ২৪ হাজার মানুষের ঘরবাড়ি ধ্বংস কিংবা ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রায় ৩০ হাজার বাস্তুচ্যুত মানুষ ১০৮ জায়গায় তাঁবু গেড়ে দিনাতিপাত করতে বাধ্য হচ্ছেন।

উল্লেখ্য, দুই সপ্তাহ আগে দ্বীপ দেশটিতে আঘাত হানে ঘূর্ণিঝড় আনা। রয়টার্সের তথ্য অনুযায়ী, আনার তাণ্ডবে দেশটিতে ৫৫ জন নিহত ও এক লাখ ৩০ হাজার মানুষ বাস্তুচ্যুত হয়েছিল।

সূত্র: বিডি প্রতিদিন


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/117623 ,   Print Date & Time: Wednesday, 2 July 2025, 06:41:07 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 SAASCO Group