• হোম > আন্তর্জাতিক > ব্রাজিলে বন্যা ও ভূমিধস, এখনও নিখোঁজ ২০০

ব্রাজিলে বন্যা ও ভূমিধস, এখনও নিখোঁজ ২০০

  • রবিবার, ২০ ফেব্রুয়ারী ২০২২, ১১:৫৫
  • ৪৪০

 ব্রাজিলে বন্যা ও ভূমিধস, এখনও নিখোঁজ ২০০

খারাপ আবহাওয়ার কারণে উদ্ধার কাজ বন্ধ করে দিতে বাধ্য হয়েছে স্থানীয় প্রশাসন। চার দিন আগে হড়কা বান আর ভূমিধসের কারণে পেট্রোপলিসে ১৪৬ জন প্রাণ হারান। যাদের মধ্যে ২৭ জনই শিশু ও কিশোর। খবর বিসিবি।

নয়শ’ জনকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেয়া হলেও এখনো প্রায় ১৯১ জনের কোনো হদিস পাওয়া যায়নি। তাই নিখোঁজদের জীবিত উদ্ধারের আশাও ক্ষীণ হয়ে আসছে বলে শঙ্কা প্রকাশ করছে উদ্ধারকারীরা।

স্থানীয় দমকল বাহিনীর কো-অর্ডিনেটর রবের্তো আমারালা বলেন, ‘দুর্গত এলাকায় কোনোভাবেই ভারী যন্ত্রপাতি দিয়ে উদ্ধার অভিযান চালানো যাচ্ছে না। তাই আমাদেরকে পিঁপড়ার মতো ধীরে ধীরে একটু একটু করে আগাতে হচ্ছে।’

সূত্র: বিডি প্রতিদিন


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/117672 ,   Print Date & Time: Tuesday, 16 September 2025, 05:47:13 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 SAASCO Group