• হোম > খেলা > সাকিব কাণ্ডে ফরচুন বরিশালকে কারণ দর্শানো নোটিশ বিসিবির

সাকিব কাণ্ডে ফরচুন বরিশালকে কারণ দর্শানো নোটিশ বিসিবির

  • রবিবার, ২০ ফেব্রুয়ারী ২০২২, ১৯:১৬
  • ৪৫২

 সাকিব কাণ্ডে ফরচুন বরিশালকে কারণ দর্শানো নোটিশ বিসিবির

বিপিএল ফাইনালের আগের দিন অনুশীলন এবং আনুষ্ঠানিক ফটোসেশনে উপস্থিত না হয়ে বিজ্ঞাপনের শুটিংয়ে ব্যস্ত থাকায় নতুন করে সমালোচনার জন্ম দিয়েছেন সাকিব আল হাসান। মূলত টিম ম্যানেজমেন্টকে ‘না’জানিয়ে এমনটা করেছেন তিনি। যা নিয়ে ম্যানেজমেন্টের ভিন্ন রকম মন্তব্য পাওয়া গেছে। ফলে সাকিব বিজ্ঞাপন শুটিংয়ে কেন অংশ নিয়েছেন- এই ইস্যুতে ফরচুন বরিশালকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে বিপিএল গভর্নিং কাউন্সিল। বিসিবির সভাপতি নাজমুল হাসান পাপন এ তথ্য নিশ্চিত করেছেন।

সাকিবের এই কাণ্ডে বিপিএলের সুরক্ষা বলয়-ই প্রশ্নবিদ্ধ হয়ে গেছে। বিষয়টি নিয়ে ব্যাপক সমালোচনার পর করোনা টেস্ট করানো হয় সাকিবের। পরে ‘নেগেটিভ’ হয়েই বরিশাল অধিনায়ক মাঠের খেলায় ফেরেন। তাই সাকিব কেন হোটেল, অনুশীলন ছেড়ে বিজ্ঞাপন শুটিংয়ে অংশ নিয়েছেন। তার কারণ জানতে তৎপর হতে বাধ্য হয়েছে বিসিবি।

শুক্রবার ম্যাচ শেষে মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন বলেছেন, ‘যতগুলো সিরিজ কিংবা টুর্নামেন্ট হয়েছে। আমরা কিন্তু এটা ছাড় দেইনি। বিপিএল কিন্তু ফ্র্যাঞ্চাইজিদের দায়িত্বে থাকে। আমাদের আন্ডারে খেলোয়াড়রা থাকে না। ইতোমধ্যে ফ্র্যাঞ্চাইজিকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছি। বায়ো বাবল ভেঙে একজন বাইরে গেলো কীভাবে। কারণ আমরা নির্দেশনা দিয়েছিলাম, কীভাবে জৈব সুরক্ষা বলয় টিকিয়ে রাখা যাবে। তাই এটা কেন ভাঙলো, সেটাই সংশ্লিষ্ট ফ্র্যাঞ্চাইজির কাছে জানতে চেয়েছি।

সূত্র: আমাদের সময়.কম


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/117684 ,   Print Date & Time: Sunday, 2 November 2025, 08:55:11 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 SAASCO Group