• হোম > আন্তর্জাতিক > বড় ঘোষণা ফিফা-উয়েফার, ফুটবল থেকে রাশিয়াকে বহিষ্কার

বড় ঘোষণা ফিফা-উয়েফার, ফুটবল থেকে রাশিয়াকে বহিষ্কার

  • মঙ্গলবার, ১ মার্চ ২০২২, ০৮:৪০
  • ৩৮৭

 বড় ঘোষণা ফিফা-উয়েফার, ফুটবল থেকে রাশিয়াকে বহিষ্কার

রাশিয়ার উপর নিষেধাজ্ঞা জারি করল ফিফা ও উয়েফা। ইউক্রেনে যুদ্ধ করার জন্য বিশ্ব ফুটবলে রাশিয়াকে একঘরে করে দেওয়ার এ সিদ্ধান্ত নিয়েছে প্রভাবশালী এই দুই সংস্থা। এর ফলে এই বছর কাতার বিশ্বকাপে খেলা হবে না রাশিয়ার। খেলা হবে না ইউরোপীয় ফুটবলেও। খবর আল জাজিরার।

গতকাল সোমবার এক যৌথ বিবৃতিতে এই সিদ্ধান্তের কথা জানায় ফিফা-উয়েফা। বিবৃতিতে বলা হয়, ফিফা ও উয়েফা সিদ্ধান্ত নিয়েছে রাশিয়ার যেকোনো দল, সেটা জাতীয় দল কিংবা ক্লাব পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ফিফা ও উয়েফার প্রতিযোগিতায় নিষিদ্ধ থাকবে।

ওই বিবৃতিতে আরও বলা হয়েছে, ‘ইউক্রেনে আক্রান্তদের পাশে রয়েছে ফুটবল বিশ্ব। গোটা বিশ্বের ফুটবল এ ক্ষেত্রে ঐক্যবদ্ধ আছে। দুই সংস্থার প্রেসিডেন্টই আশাবাদী দ্রুত ইউক্রেনের পরিস্থিতি স্বাভাবিক হবে, যাতে ফুটবল আবার শুরু হয়, ফুটবলের মাধ্যমে শান্তি এবং ঐক্য ফিরে আসে।’
এর আগে সোমবার ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটি (আইওসি) সব আন্তর্জাতিক ক্রীড়া সংগঠনগুলোর কাছে আর্জি জানিয়েছিল, রাশিয়া এবং বেলারুশের খেলোয়াড়, কর্মকর্তা এবং দলগুলোকে যেখানে যত দূর সম্ভব যেন বহিষ্কার করা হয়। এর পরিপ্রেক্ষিতেই রাশিয়াকে বহিষ্কার করার সিদ্ধান্ত নিয়েছে ফিফা এবং উয়েফা।

সূত্র: বিডি-প্রতিদিন


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/117720 ,   Print Date & Time: Saturday, 30 August 2025, 01:33:36 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 SAASCO Group