• হোম > ক্রিকেট | খেলা > আফগানিস্তানের কাছে ৭ উইকেটে হার বাংলাদেশের

আফগানিস্তানের কাছে ৭ উইকেটে হার বাংলাদেশের

  • মঙ্গলবার, ১ মার্চ ২০২২, ০৮:৪৯
  • ৩৬১

 আফগানিস্তানের কাছে ৭ উইকেটে হার বাংলাদেশের

সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে বাংলাদেশকে সাত উইকেটে হারিয়েছে আফগানিস্তান। টানা দুই ম্যাচ জিতে আগেই সিরিজ নিশ্চিত হলেও সুপার লিগের আওতায় থাকায় স্বাগতিকদের জন্য তৃতীয় ম্যাচও ছিল সমান গুরুত্বপূর্ণ। এই ম্যাচ হারায় নিজেদের মাঠে ১০ পয়েন্ট খোয়ালো তামিম-সাকিবরা।

এর আগে টস জিতে ব্যাট করে মাত্র ১৯২ রানে অলআউট হয় বাংলাদেশ। সর্বোচ্চ ৮৬ রান করেন লিটন দাস। এদিন ব্যাটিং ব্যর্থতার সঙ্গে মানসম্মত বোলিং করতে পারেননি তাসকিন আহমেদ, সাকিব আল হাসানরা। পাশাপাশি ক্যাচ মিসের পসরা সাজান মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদরা। ফলে কিছুই আর কাজে লাগেনি।

তিনবার জীবন পেয়ে দলকে জিতিয়েই মাঠ ছেড়েছেন রহমানউল্লাহ গুরবাজ। মাত্র ৯ ম্যাচের ক্যারিয়ারে তিনবার পঞ্চাশ পেরিয়ে তিনটিকেই সেঞ্চুরিতে রূপ দিয়েছেন এ উইকেটরক্ষক ব্যাটার। তার অপরাজিত ১০৬ রানের ইনিংসে শেষ ম্যাচ থেকে ১০টি পয়েন্ট পেয়ে গেছে আফগানিস্তান। যার সুবাদে এখন ৯ ম্যাচে ৭০ পয়েন্ট নিয়ে সুপার লিগের টেবিলে চার নম্বরে উঠে গেছে আফগানিস্তান। শেষ ম্যাচটি হারলেও ১৫ ম্যাচে ১০ জয়ে পাওয়া ১০০ পয়েন্টের কল্যাণে এক নম্বরেই রয়েছে বাংলাদেশ। কাছাকাছি থাকা ইংল্যান্ডের সংগ্রহ ১৫ ম্যাচে ৯৫ পয়েন্ট। তিনে থাকা ভারতের ঝুলিতে আছে ৭৯ পয়েন্ট।

সূত্র: বি-ডি প্রতিদিন


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/117724 ,   Print Date & Time: Sunday, 6 July 2025, 09:06:35 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 SAASCO Group