• হোম > আন্তর্জাতিক > নিজ দেশকে বাঁচাতে অস্ত্র হাতে মিস ইউক্রেন

নিজ দেশকে বাঁচাতে অস্ত্র হাতে মিস ইউক্রেন

  • মঙ্গলবার, ১ মার্চ ২০২২, ০৮:৫৭
  • ৪৩৭

 নিজ দেশকে বাঁচাতে অস্ত্র হাতে মিস ইউক্রেন

রাশিয়ান আগ্রাসনের হাত থেকে নিজ দেশকে রক্ষা করতে ইউক্রেনের সেনাবাহিনীতে যোগ দিয়েছেন দেশটির বিউটি কুইন’খ্যাত আন্তাসিয়া লেনা। তিনি হাতে তুলে নিয়েছেন অস্ত্র। ২০১৫ সালে মিস ইউক্রেন খেতাব জয়ী লেনার এসব ছবি এখন সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল।

এই মডেল তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে জানিয়েছেন, তিনি তার ‌দেশ রক্ষার জন্য অস্ত্র হাতে নিয়েছেন। লিখেছেন, ‘যে ব্যক্তি দখলদারির উদ্দেশ্যে ইউক্রেন সীমান্তে প্রবেশ করবে তাকে হত্যা করা হবে।’

অন্য একটি পোস্টে আন্তাসিয়া মজা করে বলেন, ‘আমাদের (ইউক্রেন) সেনাবাহিনী যেভাবে লড়াই করছে, ন্যাটোর উচিত ইউক্রেনে যোগ দেওয়ার জন্য আবেদন করা।’

আন্তাসিয়া ইউক্রেনের রাষ্ট্রপতি ভলোদিমির জেলেনস্কির সৈন্যদের সঙ্গে হাঁটার একটি ছবিও শেয়ার করেছেন। দেশের রাষ্ট্রপতিকে ‘শক্তিশালী নেতা’ অভিহিত করেন তিনি।

এ ছাড়াও ইনস্টাগ্রামের শেয়ার করার বেশির ভাগ ছবিতেই অস্ত্র দ্বারা সজ্জিত লেনাকে পাওয়া গেছে। আর এই মডেলের এমন সাহসিকতা ও দেশপ্রেমের প্রশংসা এখন সামাজিক মাধ্যমজুড়ে।

সূত্র: আমাদের সময়.কম


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/117728 ,   Print Date & Time: Thursday, 18 December 2025, 10:27:47 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 SAASCO Group