• হোম > আন্তর্জাতিক > ইউক্রেনে যুদ্ধের হতাহত নিয়ে যে তথ্য দিল জাতিসংঘ

ইউক্রেনে যুদ্ধের হতাহত নিয়ে যে তথ্য দিল জাতিসংঘ

  • মঙ্গলবার, ১ মার্চ ২০২২, ০৯:০৩
  • ৪৯০

 ইউক্রেনে যুদ্ধের হতাহত নিয়ে যে তথ্য দিল জাতিসংঘ

জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থার (ইউএনএইচসিআর) দপ্তর জানিয়েছে, ইউক্রেনে রাশিয়ার আক্রমণে এখন পর্যন্ত ৪০৬ জন বেসামরিক নাগরিক হতাহতের শিকার হয়েছেন। এর মধ্যে নিহত হয়েছে অন্তত ১০২ জন।

গত বৃহস্পতিবার নিরাপত্তার অজুহাত তুলে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন দেশের সেনাবাহিনীকে ইউক্রেনে বিশেষ অভিযান পরিচালনার নির্দেশ দেন। এরপর রুশ বাহিনী স্থল, আকাশ এবং নৌপথে দেশটিতে আক্রমণ শুরু করেন।

স্থানীয় সময় সোমবার জাতিসংঘের আন্ডার সেক্রেটারি জেনারেল মার্টিন গ্রিফিটস নিরাপত্তা পরিষদে এক ব্রিফিংয়ে বলেন, অনেক হতাহতের ঘটনা এখনো নিশ্চিত হওয়া যায়নি। ফলে ইউক্রেনে প্রকৃত হতাহতের সংখ্যা এর থেকে অনেক বেশি। তিনি জানান, কমপক্ষে ১ লাখ ৬০ হাজার মানুষ বাস্তুচ্যুত হয়েছে। প্রকৃত সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেশি হবে।
ব্রিফিংয়ে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার মিশেল ব্যাচলেট বলেন, নিহত ১০২ বেসামরিক নাগরিকের মধ্যে ৭ জন শিশুও রয়েছে।

ইউক্রেনে রুশ আক্রমণের আজ ৬ষ্ঠ দিন। যুক্তরাষ্ট্রের মহাকাশ প্রযুক্তি সংস্থা ম্যাক্সার স্যাটেলাইট চিত্রের আলোকে জানিয়েছে, কিয়েভের পথে দীর্ঘ ৪০ মাইল লম্বা রুশ সৈন্যবহর দেখা গেছে। এই বহরে রয়েছে জ্বালানিবাহী ট্রাক, ট্রাঙ্ক, কামানসহ পদাতিক বাহিনীর বিভিন্ন যানবাহন।

সূত্র: বিডি প্রতিদিন


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/117734 ,   Print Date & Time: Thursday, 16 October 2025, 01:13:46 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 SAASCO Group