• হোম > আন্তর্জাতিক > রাশিয়ার কমপক্ষে ৩০০ ওয়েবসাইট হ্যাক

রাশিয়ার কমপক্ষে ৩০০ ওয়েবসাইট হ্যাক

  • মঙ্গলবার, ১ মার্চ ২০২২, ০৯:৪৩
  • ৪৩৬

 রাশিয়ার কমপক্ষে ৩০০ ওয়েবসাইট হ্যাক

রাশিয়ায় সরকারি কমপক্ষে ৩০০ ওয়েবসাইট হ্যাক করেছে হ্যাকার গ্রুপ অ্যানোনিমাস। এর মধ্যে আছে সরকারের বিভিন্ন এজেন্সি, রাষ্ট্রীয় মিডিয়া আউটলেট, ব্যাংক, বেলারুশের ব্যাংক, প্রিয়রব্যাংক এবং বেলিনভেস্টব্যাংক। এ খবর দিয়েছে ইউক্রেনের অনলাইন ইউকেআর ইনফর্ম। হ্যাকাররা টুইটারে পোস্টে বলেছে, ২৪ ঘন্টায় অ্যানোনিমাস রাশিয়া সরকারের, রাষ্ট্রীয় মিডিয়া এবং ব্যাংকের কমপক্ষে ৩০০ ওয়েবসাইট হ্যাক করেছে। বর্তমানে এসবের বেশির ভাগই অফলাইনে রয়েছে। একই সঙ্গে এই গ্রুপটি ছবারব্যাংক অব রাশিয়ার ডাটাবেজে প্রবেশ করে তথ্য ফাঁস করেছে। শ্রম এবং সামাজিক সুরক্ষা বিষয়ক মন্ত্রণালয়ের ওয়েবসাইট ডাউন করে দিয়েছে। অ্যানোনিমাস বলেছে, রাশিয়ার সেনারা ইউক্রেনে হামলা চালানোর জন্য আমরা রাশিয়ার আর্থিক এবং সরকারি প্রতিষ্ঠানের সাইবার সিস্টেমে হামলা চালিয়ে তা ডাউন করে দিচ্ছি।

সূত্র: আমাদের সময়.কম


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/117747 ,   Print Date & Time: Friday, 31 October 2025, 09:40:28 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 SAASCO Group