• হোম > জাতীয় > জনগণের ভোটাধিকার রক্ষা করবো, এটা ফাঁকা বুলি নয়: সিইসি

জনগণের ভোটাধিকার রক্ষা করবো, এটা ফাঁকা বুলি নয়: সিইসি

  • বুধবার, ২ মার্চ ২০২২, ১১:২৫
  • ৫১৪

 জনগণের ভোটাধিকার রক্ষা করবো, এটা ফাঁকা বুলি নয়: সিইসি

ভোটাধিকার রক্ষা করবো, এটা ফাঁকা বুলি নয় বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল।

বুধবার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের সামনে এক র‌্যালি শেষে সাংবাদিকদের একথা বলেন সিইসি।

সাংবাদিকদের সিইসি বলেন, এবারের ভোটার দিবসের প্রতিপাদ্য বিষয় হচ্ছে-মুজিববর্ষের অঙ্গিকার, রক্ষা করবো ভোটাধিকার। এই অঙ্গিকারের কথাটি কিন্তু ফাঁকা বুলি হওয়া উচিত না। এটা অবশ্যই অর্থবহ এবং অর্থবহ হতে হবে। যেকোনো অঙ্গিকার অর্থবহ এবং সেই অঙ্গিকার অন্তরে লালন করতে হবে। শুধু মুখের উক্তি দিয়ে প্রচার করলেই হবে না, একে অন্তরে লালন এবং ধারণ করতে হবে।
সিইসি আরও বলেন, পায়রাকে যেভাবে খাঁচা থেকে মুক্ত করে দিয়ে শান্তির বার্তা দেওয়া হয়, ঠিক সেইভাবে আগামী সংসদ নির্বাচনে মুক্ত ও শান্তিপূর্ণ পরিবেশে ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।

সূত্র: বিডি-প্রতিদিন


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/117777 ,   Print Date & Time: Sunday, 13 July 2025, 12:24:16 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 SAASCO Group