• হোম > বিনোদন > চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক পদ জায়েদ খানের: হাইকোর্ট

চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক পদ জায়েদ খানের: হাইকোর্ট

  • বুধবার, ২ মার্চ ২০২২, ১৫:২৭
  • ৪৭০

চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক পদ জায়েদ খানের: হাইকোর্ট

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক পদে জায়েদ খানের প্রার্থিতা বৈধ ঘোষণা করে রায় দিয়েছেন হাইকোর্ট। সাধারণ সম্পাদকের পদ নিয়ে দ্বন্দ্ব নিরসনে রুল যথাযথ বলে ঘোষণা দেন আদালত।

আদালত বলেন, নির্বাচনে ভোট কেনার অভিযোগ তুলে বিজয়ী জায়েদ খানের প্রার্থিতা বাতিল করে নির্বাচনী আপিল বোর্ডের নিপুণ আক্তারকে বিনা প্রতিদ্ব‌ন্দ্বিতায় সাধারণ সম্পাদক ঘোষণার সিদ্ধান্ত অবৈধ।

আদালতের এই রায়ের ফলে জায়েদ খানই চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক থাকছেন।

হাইকোর্টের বিচারপতি মামনুন রহমান ও বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামানের সমন্বয়ে গঠিত ভার্চুয়াল বেঞ্চ এ রায় ঘোষণা করেন। আদালতে জায়েদ খানের পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী আহসানুল করিম ও নাহিদ সুলতানা যুথি। অন্যদিকে নিপুণ আক্তারের পক্ষে ছিলেন ব্যারিস্টার রোকন উদ্দিন মাহমুদ ও ব্যারিস্টার মোস্তাফিজুর রহমান।

হাইকোর্টের রায়ের পর আদালত প্রাঙ্গণে জায়েদ খান

নিপুণ আক্তারের আইনজীবী ব্যারিস্টার রোকনউদ্দিন মাহমুদ বলেন, এ রায়ের বিরুদ্ধে আপিল করা হবে।

গত ২৮ ফেব্রুয়ারি বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন শেষ হয়। ভোর রাতে ফলাফল প্রকাশিত হয়। নির্বাচনে সাধারণ সম্পাদক পদে ১৩ ভোটে জয়ী হন চিত্রনায়ক জায়েদ খান। আপিল করলে পুনরায় ভোট গণনা করা হয়। সেখানেও ফলাফল একই আসে। এরপর পরাজিত প্রার্থী নিপুন আক্তার নির্বাচনের পর জায়েদের বিরুদ্ধে ভোট কেনার অভিযোগ তোলেন। অন্যদিকে জায়েদ বলেন, সব অভিযোগ মিথ্যা।

চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনের আপিল বোর্ডের প্রধান সোহানুর রহমান সোহান হঠাৎ এফডিসিতে সংবাদ সম্মেলন করে জায়েদের প্রার্থিতা বাতিল ঘোষণা করে নিপুনকে জয়ী ঘোষণা করে। এই ঘটনায় আইনি পদক্ষেপ নেন জায়েদ খান।

সূত্র: সমকাল


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/117788 ,   Print Date & Time: Thursday, 4 September 2025, 11:56:11 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 SAASCO Group