• হোম > বাংলাদেশ > টিসিবির ট্রাকে আমাদেরও লাইন দেওয়া লাগতে পারে

টিসিবির ট্রাকে আমাদেরও লাইন দেওয়া লাগতে পারে

  • বুধবার, ২ মার্চ ২০২২, ১৯:৩৯
  • ৪৬০

 ‘টিসিবির ট্রাকে আমাদেরও লাইন দেওয়া লাগতে পারে’

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে দেশের গরীব-অসহায় ও মধ্যবিত্ত টিসিবির ট্রাকে হুমড়ি খাচ্ছে জানিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান আশঙ্কা প্রকাশ করেছেন যে, পরিস্থিতি যেদিকে যাচ্ছে তাতে ‘আমাদেরও হয়তো টিসিবির ট্রাকে লাইন দেওয়া লাগতে পারে।’

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আজ বুধবার বগুড়ায় বিএনপির দলীয় কার্যালয়ের সামনে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও দুর্নীতির বিরুদ্ধে অনুষ্ঠিত এক বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশে এসব কথা বলেন তিনি।

এসময় ক্ষমতাসীন আওয়ামী লীগ নির্বাচনকালীন সরকারে থাকলে কোন নির্বাচন কমিশনই সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন করতে পারবে না বলেও মন্তব্য করেন নজরুল ইসলাম খান। তিনি বলেন, একমাত্র তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই সুষ্ঠু নির্বাচন সম্ভব।

এ ছাড়া আওয়ামী লীগ সরকারকে ক্ষমতা থেকে অপসরণ করতে দেশের জনগণকে সঙ্গে নিয়ে আন্দোলনের প্রস্তুতি গ্রহণ করতে দলীয় নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানান বিএনপির এই স্থায়ী কমিটির সদস্য।

বগুড়া জেলা বিএনপির আহ্বায়ক ও পৌর মেয়র রেজাউল করিম বাদশার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসিবে বক্তব্য দেন- বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা সাবেক এমপি হেলালুজ্জামান তালুকদার লালু, বিএনপির রাজশাহী বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ওবায়দুর রহমান চন্দন, যুবদল কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি এস এম জাহাঙ্গীর হোসেন।

সমাবেশে বগুড়া জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আলী আজগর তালুকদার হেনার পরিচালনায় আরও বক্তব্য রাখেন রাখেন- বগুড়া জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক অ্যাড. সাইফুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক ফজলুল বারী তালুকদার বেলাল, বগুড়া-৪ আসনের সংসদ সদস্য মোশাররফ হোসেন, জয়নাল আবেদীন চান, লাভলী রহমান, মাহবুবর রহমান হারেজ, সআহসানুল তৈয়ব জাকির, এম আর ইসলাম স্বাধীন, হামিদুল হক চৌধুরী হিরু ও কেএম খায়রুল বাশার প্রমুখ।

সূত্র: আমাদের সময়.কম


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/117792 ,   Print Date & Time: Saturday, 30 August 2025, 09:16:25 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 SAASCO Group