• হোম > বাংলাদেশ > গাজীপুরে যুবককে কুপিয়ে খুন

গাজীপুরে যুবককে কুপিয়ে খুন

  • বৃহস্পতিবার, ৩ মার্চ ২০২২, ০৯:১৯
  • ৫৩২

গাজীপুরে যুবককে কুপিয়ে খুন

গাজীপুরে পূর্ব বিরোধের জেরে প্রতিপক্ষের হাতে খুন হয়েছেন কবির হোসেন (৩২) নামে এক যুবক।

বুধবার রাত পৌণে ৮টার দিকে মহানগরীর বাসন থানাধীন দিঘীরচালা প্রতিভা স্কুলের পাশে এ ঘটনা ঘটেছে। তিনি স্থানীয় বারবৈকা দক্ষিণপাড়া এলাকার মোস্তফার ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানান, প্রায় দু’মাস আগে নারী সংক্রান্ত ঘটনাকে কেন্দ্র করে কবিরকে মারধোর করে স্থানীয় কয়েক যুবক। ওই ঘটনার প্রতিশোধ নিতে কবির কয়েক যুবককে নিয়ে বুধবার রাতে ওই এলাকায় যায়। এসময় তারা দিঘীরচালা প্রতিভা স্কুলের পাশে আসলে প্রতিপক্ষের লোকজন কবিরের ওপর হামলা চালায় । এ সময় তারা ধারালো অস্ত্র দিয়ে কবিরের ঘাড়সহ শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায়। এলাকাবাসী তাকে উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কবিরকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা।

স্থানীয়রা জানায়, নিহত কবির হোসেন মাদক ব্যবসার সাথে জড়িত ছিল।

বাসন থানার অফিসার ইনচার্জ (ওসি) মালেক খসরু খান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থালে যায়। নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। তার গলার বাম পাশে ধারালো অস্ত্রের আঘাতের গভীর ক্ষত চিহ্ন রয়েছে। পূর্ব বিরোধের জেরে তাকে খুন করা হয়েছে বলে প্রাথমিক ভাকে ধারণা করা হচ্ছে। এ ব্যাপরে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

সূত্র: নয়িাদিগন্ত


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/117814 ,   Print Date & Time: Saturday, 30 August 2025, 10:35:04 AM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 SAASCO Group