• হোম > আন্তর্জাতিক > জাতিসংঘ নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠক আহ্বান ফ্রান্সের

জাতিসংঘ নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠক আহ্বান ফ্রান্সের

  • শনিবার, ৫ মার্চ ২০২২, ০৯:৪৭
  • ৪৬৮

 জাতিসংঘ নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠক আহ্বান ফ্রান্সের

জাতিসংঘ নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠক আহ্বান ফ্রান্সের

বিশ্ব পরাশক্তি রাশিয়া গত ২৪ ফেব্রুয়ারি স্থানীয় সময় ভোর থেকে ইউক্রেনে সামরিক অভিযান চালাচ্ছে। আজ শনিবার অভিযানের দশম দিন। বিগত নয় দিনে দেশটির বিভিন্ন শহর দখলে নিয়েছে রুশ বাহিনী।

এমন পরিস্থিতিতে জাতিসংঘ নিরাপত্তা পরিষদকে জরুরি বৈঠকের আহ্বান জানিয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁ। শুক্রবার (৪ মার্চ) এলিসি প্রাসাদ থেকে দেওয়া বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

মূলত রুশ সেনারা ইউক্রেনের জাপোরিজ্জিয়া পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের নিয়ন্ত্রণ নেওয়ার পর এ বৈঠকের আহ্বান জানান ম্যাক্রোঁ।
বিবৃতিতে আরও জানানো হয়, এ বিষয়ে ম্যাক্রোঁ ইতোমধ্যেই ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সির (আইএইএ) মহাপরিচালকের সঙ্গে ফোনে আলাপ করেছেন।

সূত্র: সিএনএন


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/117836 ,   Print Date & Time: Monday, 15 September 2025, 11:57:49 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 SAASCO Group