• হোম > বিনোদন > ৩ বছর ধরে লিভ-ইন সম্পর্কে সোহিনী-রণজয়

৩ বছর ধরে লিভ-ইন সম্পর্কে সোহিনী-রণজয়

  • শনিবার, ৫ মার্চ ২০২২, ১৪:৫৩
  • ৪৭৭

 ৩ বছর ধরে লিভ-ইন সম্পর্কে সোহিনী-রণজয়

ধরাবাঁধা ছক ভেঙে তিন বছর ধরে প্রেমিক অভিনেতা রণজয় বিষ্ণুর সঙ্গে লিভ-ইন সম্পর্কে রয়েছেন টলিউড অভিনেত্রী সোহিনী সরকার। বেশ কয়েকদিন ধরে এমন গুঞ্জন উঠেছে টলি পাড়ায়। লিভ-ইন ইস্যুতে এবার ভারতীয় একটি সংবাদমাধ্যমে মুখ খুলেছেন রণজয়।

এ বিষয়ে অভিনেতা বলেন, ‘এটিকে সেমি লিভ-ইন বলা যায়। কখনো সোহিনী আমার বাড়িতে চলে আসে, কখনো আমি ওর বাড়িতে চলে যাই। কখনো যে যার মতো থাকি। আর আমাদের পরিবারও এ ব্যাপারে খুব উদার মানসিকতার। আমরা একে অপরকে পছন্দ করি, একসঙ্গে চলতে চাই, সেটাকে সকলে সম্মান করেন।’

বিয়ের পরিকল্পনা নিয়ে রণজয় বলেন, ‘সম্পর্কের প্রায় তিন বছর হয়ে গেল। সব কিছু ঠিক করে দিনটা জানাব। আমরা খুব জমকালো কিছু করব না, খুব সাদামাটাভাবে বিয়ে করার ইচ্ছে। কারণ আমরা খুব সিম্পল। তারকা হয়ে দূরের আকাশের নক্ষত্র হতে চাই না, মানুষের মাঝে মাটির কাছাকাছি থাকতে চাই। আমার চেয়ে সোহিনীর পরিচিতি তো বেশি। কিন্তু আমরা খুব সাধারণভাবে থাকি, রিকশা করে কখনো ঘুরতে বেরিয়ে পড়ি। এদিক-ওদিক মেলাতেও আমাদের দেখা পাওয়া যায়। আর ঠিক এভাবেই আমরা বাঁচতে চাই।’

রণজয়-সোহিনী একসঙ্গে প্রথম কাজ করেন ‘জাজমেন্ট ডে’ সিরিজে। তারপর অনেক ফটোশুট একসঙ্গে করেছেন। তবে বন্ধুত্বের শুরু ২০১৩ সালে। আর সেখান থেকেই প্রেমের প্রস্তাব দেন রণজয়। এর আগে, অনির্বাণ ভট্টাচার্যের সঙ্গে সোহিনীর প্রেম ছিল।

সূত্র: আমাদের সময়.কম


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/117866 ,   Print Date & Time: Saturday, 2 August 2025, 06:28:27 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 SAASCO Group