• হোম > বিনোদন > সাকিবকে নিয়ে সিনেমা হলে নায়িকা হতে চান পরীমনি

সাকিবকে নিয়ে সিনেমা হলে নায়িকা হতে চান পরীমনি

  • শনিবার, ৫ মার্চ ২০২২, ১৫:১৮
  • ৪৪৮

 সাকিবকে নিয়ে সিনেমা হলে নায়িকা হতে চান পরীমনি

সিনেমার প্রচারের জন্য আজ বৃহস্পতিবার মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে আফগানিস্তান-বাংলাদেশ টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ চলাকালে গ্যালারিতে হাজির হয়েছিলেন নায়িকা পরীমনি। তার সঙ্গে ছিলেন ‘মুখোশ’ সিনেমার নায়ক রোশান ও পরিচালক ইফতেখার শুভও। সেখানে প্রেসবক্সে গিয়ে সাম্প্রতিক সময়ে নানা কারণে আলোচনায় থাকা এই নায়িকা জানান, যদি কখনো তারকা ক্রিকেটার সাকিব আল হাসানের জীবনী নিয়ে সিনেমা তৈরি হয়, সেই সিনেমায় নায়িকা হতে চান তিনি।

আগামীকাল শুক্রবার মুক্তি পাচ্ছে পরীমনি অভিনীত সিনেমা ‘মুখোশ’। ইফতেখার শুভর পরিচালনায় এতে পরীর বিপরীতে আছেন মোশাররফ করিম ও রোশান।

পরীমনি বলেন, ‘সাকিবের জীবন নিয়ে সিনেমা আগে কেউ তৈরি করুক। এরপর কোনো পরিচালক যদি আমাকে নিতে চান, তাহলে অবশ্যই কাজ করব। আমার ইচ্ছা আছে। তবে ইচ্ছা থাকলে তো আসলে হবে না। ব্যাটে বলে মিলতে হবে খেলার মতো।’

স্বামী শরীফুল রাজের সঙ্গে পরীমনি ক্রিকেট মাঠে গিয়ে ফুটবলের প্রতি নিজের দুর্বলতার কথা জানিয়ে বলেন, ‘আমি মূলত ফুটবলের ভক্ত। ক্রিকেট নিয়ে এত ধারণা নাই। তবে আমাদের বাসার লোকজন খুবই ক্রিকেট পাগল। আমি ক্রিকেট পছন্দ করি না তা নয়, কিন্তু আয়োজন করে খেলাটা দেখা হয় না।’

পরীমনি বলেন, ‘আমি আসলে জীবনে প্রথমবার মাঠে আসলাম। কাল রাতে যখন শুনলাম আমি মাঠে যাব, মানুষের ঈদে যেমন খুশি লাগে আমার তেমনই খুশি লাগছিল। মাঠে এসে অনেক রোমাঞ্চিত অনুভব করেছি।

সূত্র: আমাদের সময়.কম


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/117868 ,   Print Date & Time: Sunday, 3 August 2025, 01:14:49 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 SAASCO Group