• হোম > বাংলাদেশ > দিনাজপুরে সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রসহ তিনজন নিহত

দিনাজপুরে সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রসহ তিনজন নিহত

  • মঙ্গলবার, ৮ মার্চ ২০২২, ১৭:২৪
  • ৩৯২

 দিনাজপুরে সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রসহ তিনজন নিহত

দিনাজপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রসহ তিনজন নিহত হয়েছে। দিনাজপুরের চিরিরবন্দরে ট্রাকচাপায় আশিকুর রহমান বাবু নামে স্কুলছাত্র, বিরামপুরে আরতি রানী বাস্কে নামে এক ক্ষুদ্র-নৃগোষ্ঠীর নারী এবং নবাবগঞ্জে মাসুম নামে এক ট্রাক হেলপার নিহত হয়েছেন। সোমবার সন্ধার পূর্ব থেকে মঙ্গলবার সকাল ৯টা পর্যন্ত এসব দুর্ঘটনা ঘটেছে।

নিহত আশিকুর রহমান বাবু (১২) চিরিরবন্দর উপজেলার বাসুদেবপুর গ্রামের দবিরুল ইসলামের ছেলে এবং সে উপজেলার এজেড স্কুলের ৬ষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী।
নিহত আরতি রানি বাস্কে (৪০) জয়পুরহাট জেলার পাঁচবিবির সুনীল এর স্ত্রী। এঘটনায় তার স্বামী সুনীল আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন।
অপর নিহত ট্রাক হেলপার মাসুম (২৬) বরিশাল জেলার মুলাদী থানার কাজিরচর গ্রামের মোঃ আঃ গনি খাঁন এর ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, মঙ্গলবার সকাল ৯টায় আশিকুর রহমান বাবু বাড়ী থেকে বাইসাইকেল নিয়ে স্কুলে যাচ্ছিল। পথে চিরিরবন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মোড়ে বিপরীত দিক থেকে সিমেন্ট বোঝাই ১০ চাকার একটি ট্রাক তাকে চাপা দিলে ঘটনাস্থলেই বাবু মারা যান। এসময় ট্রাকটি ভাংচুর করে বিক্ষুদ্ধ জনতা।
চিরিরবন্দর থানার ওসি বজলুর রশিদ জানান, খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করেছে। এব্ং ট্রাক ও চালককে পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে।
এদিকে, বিরামপুর থানার ওসি সুমন কুমার মহন্ত নিশ্চিত করে জানায়, সোমবার দিবাগত সন্ধ্যায় নবাবগঞ্জ উপজেলার রাজবাড়ী এলাকা থেকে মেয়ে জামাইয়ের বাড়ী থেকে নিজেই ভ্যান চালিয়ে বাড়ি ফিরছিলেন। পথে দিনাজপুর-গোবিন্দগঞ্জ মহাসড়কের বিরামপুরে পিছন থেকে একটি ট্রাক ধাক্কা দিলে ঘটনাস্থলেই আরতি রানি বাস্কে মারা যান।
অপরদিকে, সোমবার সন্ধার পূর্বে নবাবগঞ্জ উপজেলার পুটিমারা ইউনিয়নের চড়ারহাট নামক স্থানে দিনাজপুর থেকে ঢাকাগামী একটি আলুর বস্তাভর্তি ট্রাক ছিল। অপরদিকে দিনাজপুর থেকে ঢাকাগামী দ্রুত গতিতে আসা একটি গাড়ি আলুর বস্তাভর্তি ট্রাকটিকে পিছন থেকে ধাক্কা দিলে গাড়িটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায় এবং আলুর ট্রাকটি উল্টে যায়। এতে ঘটনাস্থলেই গাড়ির হেলপার মাসুম মৃত্যুবরণ করেন।

সূত্র: বিডি প্রতিদিন


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/117892 ,   Print Date & Time: Friday, 9 May 2025, 06:01:32 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 SAASCO Group