• হোম > আন্তর্জাতিক > চীনে আবারও লকডাউন

চীনে আবারও লকডাউন

  • সোমবার, ১৪ মার্চ ২০২২, ১২:০৮
  • ৫১৩

 চীনে আবারও লকডাউন

১ কোটি ৭০ লাখ মানুষকে আবারও লকডাউনের আওতায় নিলো চীন। গত কয়েকদিনে করোনার বিস্তার লক্ষ্যণীয় মাত্রায় বৃদ্ধি পাওয়ায় শেনজেন শহরে লকডাউন কার্যকরের সিদ্ধান্ত নিয়েছে দেশটি। আন্তর্জাতিক সংবাদমাধ্যম আলজাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, আগামী ২০ মার্চ পর্যন্ত লকডাউন বহাল থাকবে।

চীনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, সম্প্রতি ওমিক্রণ এবং ডেল্টার প্রভাবে ৩ হাজার ৪ শ মানুষের শরীরে মিলেছে সংক্রমণ। যা চীনে জিরো-কোভিড প্রকল্প গ্রহণের পর সর্বোচ্চ। করোনার এই ঊর্ধ্বগতির ফলে দুই সপ্তাহের জন্য ঘরবন্দি হলেন শেনজেন শহরের এক কোটি ৩০ লাখ বাসিন্দা।

এর মধ্যে তিনদফা শহরবাসীকে গণ-নমুণা পরীক্ষার মধ্যে দিয়ে যেতে হবে। এছাড়া চীনের সবচেয়ে বড় শহর সাংহাইয়ে লকডাউনের পাশাপাশি বন্ধ ঘোষণা করা হয়েছে সব স্কুল। নগরবাসীকে বাড়ি থেকে সারতে হবে দাফতরিক কাজ। এছাড়া উত্তর পূর্বাঞ্চলীয় দুই শহর জিলিন ও ইয়ানজিতে আংশিক লকডাউন দিয়েছে সরকার।

উল্লেখ্য, দেশটিতে প্রথম করোনাভাইরাস শনাক্ত হলেও মোট প্রাণহানি ৪ হাজার ৬৩৬ জন।

সূত্র: আমাদের সময়.কম


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/117913 ,   Print Date & Time: Sunday, 2 November 2025, 04:51:51 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 SAASCO Group