• হোম > জাতীয় > দেশের প্রতিটি ঘরে বিদ্যুৎ পৌঁছে দিতে সফল হয়েছে সরকার

দেশের প্রতিটি ঘরে বিদ্যুৎ পৌঁছে দিতে সফল হয়েছে সরকার

  • সোমবার, ২১ মার্চ ২০২২, ১৪:৩৭
  • ৪৮৪

 দেশের প্রতিটি ঘরে বিদ্যুৎ পৌঁছে দিতে সফল হয়েছে সরকার

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‌‘গত ১৩ বছর ধরে দেশে গণতান্ত্রিক ধারা অব্যাহত রয়েছে বলেই দেশ আজ উন্নয়নের মহাসড়কে। দেশের প্রতিটি ঘরে বিদ্যুৎ পৌঁছে দিতে সফল হয়েছে সরকার।’

আজ সোমবার পটুয়াখালীর কলাপাড়ায় নির্মিত দেশের সর্ববৃহৎ পায়রা ১৩২০ মেগাওয়াট তাপবিদ্যুৎ কেন্দ্র উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখানে আয়োজিত এক সুধী সমাবেশে দেশকে শতভাগ বিদ্যুতায়নের ঘোষণা করেন তিনি।

এর আগে সকাল ১০টা ৪২ মিনিটে পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্র উদ্বোধনে বিদ্যুৎ কেন্দ্র এলাকায় পৌঁছান প্রধানমন্ত্রী। পরে ১১টা ১৫ মিনিটে পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্রের জেটি সংলগ্ন রাবনাবাদ নদীতে ২০০ নৌকা প্রদর্শনী করে পতাকা নেড়ে জানানো অভিবাদন গ্রহণ করেন শেখ হাসিনা। এসময় এ নৌকা প্রদর্শনীর মাধ্যমে ফুটিয়ে তোলা হয় উপকূলের মানুষের জীবনবৈচিত্র্য।

সূত্র: বি-ডি প্রতিদিন


This page has been printed from Daily Jubokantho - https://www.jubokantho.com/117925 ,   Print Date & Time: Saturday, 30 August 2025, 03:52:39 PM
Developed by: Dotsilicon [www.dotsilicon.com]
© 2025 SAASCO Group